৮ম ও ৯ম শ্রেণির জেলা পর্যায়ের প্রশিক্ষকগণের ‘নতুন কারিকুলাম বিস্তরণ’ বিষয়ক ০৭ (সাত) দিনব্যাপী প্রশক্ষণ কার্যক্রমের ৪র্থ ব্যাচের প্রাশক্ষণার্থীগণের অংশগ্রহণ সংক্রান্ত রিভাইজড অফিস আদেশ। (০৪/০২/২০২৪)
৮ম ও ৯ম শ্রেণির জেলা পর্যায়ের প্রশিক্ষকগণের ‘নতুন কারিকুলাম বিস্তরণ’ বিষয়ক ০৭ (সাত) দিনব্যাপী প্রশক্ষণ কার্যক্রমের ৪র্থ ব্যাচের প্রাশক্ষণার্থীগণের অংশগ্রহণ সংক্রান্ত রিভাইজড অফিস আদেশ। (০৪/০২/২০২৪)
একই স্মারক ও তারিখে প্রতিস্থাপিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম
সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
স্মারক নং-এসইডিপি/ডিএনসি/প্রশাসন/প্রশিক্ষণ/২৫/২০২৩/৪২১
তারিখ: ১৬ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ
৩০ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ
বিষয়: ৮ম ও ৯ম শ্রেণির জেলা পর্যায়ের প্রশিক্ষকগণের 'নতুন কারিকুলাম বিস্তরণ' বিষয়ক ০৭ (সাত) দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের ৪র্থ ব্যাচের প্রশিক্ষাণার্থীগণের অংশগ্রহণ সংক্রান্ত অফিস আদেশ।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 'Dissemination of New Curriculum' স্কিমের আওতায় ৮ম ও ৯ম শ্রেণির জেলা পর্যায়ের প্রশিক্ষকগণের 'নতুন কারিকুলাম বিস্তরণ' বিষয়ক ০৭ (সাত) দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের ৪র্থ ব্যাচ আগামী ০২ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি. হতে ০৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি. পর্যন্ত সরকারি টিচার্চ ট্রেনিং কলেজ, ঢাকায় অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের ৪র্থ ব্যাচের জন্য প্রশিক্ষণার্থী হিসেবে সংযুক্ত তালিকা অনুযায়ী শিক্ষক/ কর্মকর্তাগণকে অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উপজেলা/থানা একাডেমিক সুপারভাইজারগণকে প্রশিক্ষণে অংশগ্রহণের লক্ষ্যে ভেন্যুতে আসার সময় নতুন কারিকুলামের আওতায় ৮ম ও ৯ম শ্রেণির সংশ্লিষ্ট বিষয়ের ০১ (এক) টি পাঠ্য বই ও ০১ (এক) টি শিক্ষক সহায়িকা সঙ্গে নিয়ে আসতে হবে। উল্লিখিত প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীগণ নির্ধারিত তারিখ সকাল ৯:০০ ঘটিকার মধ্যে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
উক্ত প্রশিক্ষণ বাবদ প্রশিক্ষণার্থীগণের বিধি মোতাবেক প্রাপ্য সকল ভাতা ও সম্মানী নিজ নিজ ব্যাংক একাউন্টে ই.এফ.টি- এর মাধ্যমে প্রেরণ করা হবে। এজন্যে প্রত্যেক প্রশিক্ষণার্থীর নিজ নামে ১৩ (তেরো) ডিজিটের সক্রিয় ব্যাংক একাউন্ট ও রাউটিং নম্বর প্রয়োজন হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
সংযুক্তি: বর্ণনা মোতাবেক
স্বাক্ষরিত
প্রফেসর সৈয়দ মাহফুজ আলী'
স্কিম পরিচালক ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা।
সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড
No comments
Your opinion here...