ad

কাব স্কাউটিং বিষয়ক জাতীয় কমিটির সভার কার্যবিবরণী প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র।

Views

কাব স্কাউটিং বিষয়ক জাতীয় কমিটির সভার কার্যবিবরণী প্রসঙ্গে প্রাশিঅ এর পত্র। (২৯/০২/২০২৪)

 কাব স্কাউটিং বিষয়ক জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত বাস্তবায়ন সম্পর্কীয় বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতর এর পত্র। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬ 
www.dpe.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.১৪০,৯৯,০৫৫,২০১১ (পার্ট-২)-১৫৩
তারিখঃ ১৬ ফাল্গুন, ১৪৩০ ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

বিষয়: কাব স্কাউটিং বিষয়ক জাতীয় কমিটির সভার কার্যবিবরণী প্রসঙ্গে।
সূত্র: সদস্য সচিব, স্কাউটিং কার্যক্রম বিষয়ক জাতীয় কমিটি ও নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), বাংলাদেশ স্কাউটস, সদর দপ্তর, কাকরাইল, ঢাকা-১০০০ এর পত্র নংঃবাঃস্কা: (সংগঠন)/১০৬৪ (৪০)/২০২৩, তারিখ: ২৯/১১/২০২৩ খ্রিঃ।

অনুলিপি: অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে প্রেরণ করা হলো:
১। বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা, ঢাকা/চট্টগ্রাম/খুলনা/বরিশাল/সিলেট/রাজশাহী/রংপুর/ময়মনসিংহ বিভাগ- (মূল পত্রের আলোকে তাঁর অধীনস্থদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো)।
২। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/সুপারিনটেনডেন্ট, পিটিনআই (সকল) (মূল পত্রের আলোকে তাঁর অধীনস্থদের প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণ করতে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো)।
৩। থানা/উপজেলা শিক্ষা অফিসার/ইউআরসি (সকল) (মূল পত্রের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো)।
 সংরক্ষণ নথি।

স্বাক্ষরিত

(আলেয়া ফেরদৌসী শিখা)
সহকারী পরিচালক (পলিসি-২) 
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দফতর

 ৬০ আঞ্জুমান মুফিদুল ইসলাম সড়ক, কাকরাইল, ঢাকা-১০০০।

 ইমেইল: org@scouts.gov.bd

তারিখ: ১৪ অগ্রহায়ণ ১৪৩০

২৯ নভেম্বর ২০২৩

পত্র নং- বাঃ কাঃ (সংগঠন)/১০৬৪(৪০)/২০২৩

মহাপরিচালক

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর:

বিষয়: কাব স্কাউটিং বিষয়ক জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত বাস্তবায়ন সম্পর্কীয়। 

মহোদয়,

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ০২ নভেম্বর ২০২৩ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব ফরিদ আহাম্মদ এর সভাপতিত্বে কাব স্কাউটিং বিষয়ক জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নিম্নবর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়:

সিদ্ধান্ত-৩.১ : 

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কর্তৃক দেশের সকল পিটিআই-তে চলমান প্রাথমিক শিক্ষকদের জন্য ১০ মাস ব্যাপী Basic Training For Primary Teachers BTPT কোর্সের curriculum এ বাধ্যতামূলকভাবে ১ দিনের ওরিয়েন্টেশন ও ০৫ দিনের কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স মোট ৬ দিনের কোর্স অন্তর্ভূক্ত হয়েছে। বাংলাদেশ স্কাউটস কর্তৃক এ সকল ওরিয়েন্টেশন ও বেসিক কোর্স বাস্তবায়নে সর্বাত্মক সহায়তা প্রদানের জন্য প্রাথমিক

সিদ্ধান্ত-৩.২

শিক্ষা বিভাগ ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়। উপজেলা রিসোর্স সেন্টারে প্রাথমিক শিক্ষকদের ট্রেনিং এর সময়ে ৬ (ছয়) ঘন্টার ওরিয়েন্টেশন আয়োজন করা হবে। অঞ্চল ও জেলা স্কাউটস কর্তৃপক্ষ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও রিসোর্স সেন্টারে ইন্সট্রাকটরের সাথে যোগাযোগ করে পর্যায়ক্রমে সকল প্রাথমিক শিক্ষকদের ০১ দিনের ওরিয়েন্টেশন কোর্স আয়োজনের ব্যবস্থা করা হবে। এ বিষয়েসংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে অনুরোধ করা হয়।

সিদ্ধান্ত-৩.৩

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিদিনের সমাবেশে সকল শিক্ষার্থীদের জন্য স্কাউটিং সম্পর্কিত একটি বিষয় (৫/১০ মিনিটের) নিয়ে আলোচনা বা প্রদর্শনের এবং বিদ্যালয়ের স্কাউটিং ট্রেনিং প্রাপ্ত শিক্ষক মাসে নির্দিষ্ট ০১ দিন ৩০-৬০ মিনিট ব্যাপি ঐ বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের স্কাউটিং এর মৌলিক বিষয় অবহিত করার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে পরিপত্র জারী করার জন্য মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে অনুরোধ করা হয়।

সিদ্ধান্ত-৪.১: 

প্রাথমিক বিদ্যালয়সমূহ নিজস্ব সুবিধাজনক সময়ে স্থানীয় বাস্তবতা বিবেচনাপূর্বক সপ্তাহের যে কোন একদিন ৬০-৯০ মিনিট ব্যাপী প্যাক মিটিং এর সময়সূচি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি নির্দেশনা প্রদানের জন্য মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে অনুরোধ করা হয়।

সিদ্ধান্ত-৫.২ 

সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্লিপের বরাদ্ধকৃত অর্থ থেকে কাব স্কাউটিং এর অপরিহার্য দ্রব্যাদি ক্রয় বাবদ প্রয়োজনীয় ব্যয় এবং বিশ্ব স্কাউট সংস্থার সদস্য ফি দুইটি কাব দলের জন্য মোট ৩৩০.০০ (তিনশত ত্রিশ) টাকা ব্যয় করা যাবে মর্মে পরীক্ষান্তে নির্দেশনা প্রদানের জন্য মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে অনুরোধ করা হয়।

সিদ্ধান্ত-৬.১

: উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ কর্তৃক আয়োজিত আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ে মাসিক সমন্বয় সভায় কাবিং কার্যক্রম সম্পর্কীয় আলোচ্যসূচি অন্তর্ভুক্তিকরণ এবং সংশ্লিষ্ট পর্যায়ের স্কাউট কর্মকর্তাগণকে (উপজেলার ক্ষেত্রে কমিশনার ও সম্পাদক এবং জেলা ও বিভাগের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভসহ কমিশনার ও সম্পাদক) বিশেষ আমন্ত্রণে উপস্থিত রাখার জন্য ব্যবস্থা করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে অনুরোধ করা হয়।

এমতাবস্থায়, বর্ণিত সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাই।


সংযুক্তিঃ বর্ণিত সভার কার্যবিবরণী

স্বাক্ষরিত

(উনু চিং)

সদস্য সচিব স্কাউটিং কার্যক্রম বিষয়ক জাতীয় কমিটি

বিতরণ: সদয় জ্ঞাতার্থে ও কার্যার্থে:

১ . মহাপরিচালক, জতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ);

নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) বাংলাদেশ স্কাউটস।

. বিভাগীয় উপ পরিচালক, প্রাথমিক শিক্ষা, সকল বিভাগ:

২ ৩. আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ), বাংলাদেশ স্কাউটস, সকল অঞ্চল;

৪. সম্পাদক, বাংলাদেশ অউটস, সকল অঞ্চল;

৫. আঞ্চলিক পরিচালক/উপ পরিচালক, বাংলাদেশ স্কাউটস, সকল অঞ্চল;

৬. পরিচালক (প্রশিক্ষণ), বাংলাদেশ স্কাউটস;

৭. সহকারী পরিচালক, বাংলাদেশ স্কাউটস, সকল জেলা:

সদয় জ্ঞাতার্থে:

১. সভাপতি, কাব স্কাউটিং বিষয়ক জাতীয় কমিটি, বাংলাদেশ স্কাউটস:

২. জাতীয় কমিশনার (সংগঠন), বাংলাদেশ স্কাউটস;

৩. জাতীয় কমিশনার (প্রশিক্ষণ), বাংলাদেশ স্কাউটস।



কাব সংক্রান্ত সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.