ad

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর জাতীয় পর্যায়ের খেলার ফিকচার।

Views

 


বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর জাতীয় পর্যায়ের খেলার ফিকচার।


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর-২, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd

তারিখ: ০৯ ফাল্গুন ১৪৩০ ২২ ফেব্রুয়ারি ২০২৪ স্মারক নং: ৩৮.০১.০০০০.১০৭.২৩.০০১.২০২৩.২৯৯ বিষয়: 'বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩' এ অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্মনিবন্ধন সনদসহ ঢাকায় আগমন।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রক্ষিতে জানানো যাচ্ছে যে, 'বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩' এর জাতীয় পর্যায়ের খেলা আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৪-০১ মার্চ ২০২৪ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

২। অংশগ্রহণকারী খেলোয়াড় ও দলের কর্মকর্তাদের (সর্বোচ্চ ২০ জন) [খেলোয়াড়-১৭জন+কোচ-১জন, ম্যানেজার-১জন, কর্মকর্তা-১জন) ঢাকায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম সংলগ্ন ক্রীড়াপল্লী-১ এবং ক্রীড়াপল্লী-২, ঢাকা- ১২১৬ এ ঢাকায় আবাসন ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। ৩। বর্ণিত অবস্থায়, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সকাল ৯.০০টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে বিধায় উভয় টুর্নামেন্ট-এ অংশগ্রহণকারী খেলোয়াড় এবং দলের কর্মকর্তাগণকে ২৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সন্ধ্যা ৬.০০ টার মধ্যে সংশ্লিষ্ট আবাসিক ক্যাম্পে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হলো। ৪। উল্লেখ্য, খেলোয়াড়দের খেলায় অংশগ্রহণের জন্য আবশ্যিকভাবে জন্মনিবন্ধন সনদ সংগে রাখতে হবে। জন্মনিবন্ধন সনদ ছাড়া কোন খেলোয়াড়কে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবেনা।

স্বাক্ষরিত

ইমামুল ইসলাম উপপরিচালক (সংস্থাপন)

ফোন: ০২-৫৫০৭৪৯২৩ বিতরণ: ১। বিভাগীয় কমিশনার, ঢাকা/ময়মনসিংহ রাজশাহী/খুলনা/চট্টগ্রাম/বরিশাল/সিলেট/রংপুর বিভাগ। ২ । জেলা প্রশাসক, জেলা- রাজবাড়ী/কিশোরগঞ্জ/জামালপুর/ময়মনসিংহ/চাঁদপুর/ব্রাহ্মণবাড়িয়া/চাঁপাইনবাবগঞ্জ/পাবনা/ সুনামগঞ্জ/সিলেট/ঝিনাইদহ/সতক্ষীরা/নীলফামারী/বরিশাল/পটুয়াখালী। ৩। বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, ঢাকা/ময়মনসিংহ রাজশাহী/খুলনা/চট্টগ্রাম/বরিশাল/সিলেট/রংপুর বিভাগ। ৪। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা-রাজবাড়ী/কিশোরগঞ্জ/জামালপুর/ময়মনসিংহ/চাঁদপুর/ব্রাহ্মণবাড়িয়া/চাঁপাইনবাবগঞ্জ/পাবনা/ সুনামগঞ্জ/সিলেট/ঝিনাইদহ/সাতক্ষীরা/রংপুর/লালমনিরহাট/ভোলা/পটুয়াখালী। ৫। উপজেলা নির্বাহী অফিসার, সদর, রাজবাড়ী/সদর, কিশোরগঞ্জ/মাদারগঞ্জ, জামালপুর/নান্দাইল, ময়মনসিংহ/সদর, চাঁদপুর/ বাঞ্চারামপুর, ব্রাহ্মণবাড়িয়া/সদর, চাঁপাইনবাবগঞ্জ/সাঁথিয়া, পাবনা/সদর, সুনামগঞ্জ/জৈন্তাপুর, সিলেট/ হরিনাকুন্ড, ঝিনাইদহ/ শ্যামনগর, সাতক্ষীরা/ সদর, চাঁপাইনবাবগঞ্জ / সাঁথিয়া, পাবনা/সদর, ভোলা/বাউফল, পটুয়াখালী। । উপজেলা শিক্ষা অফিসার সদর, রাজবাড়ী/সদর, কিশোরগঞ্জ/মাদারগঞ্জ, জামালপুর/নান্দাইল, ময়মনসিংহ/সদর, চাঁদপুর/ ৬ বাঞ্চারামপুর, ব্রাহ্মণবাড়িয়া/সদর, চাঁপাইনবাবগঞ্জ/সাঁথিয়া, পাবনা/সদর, সুনামগঞ্জ/জৈন্তাপুর, সিলেট/ হরিনাকুন্ড, ঝিনাইদহ/ শ্যামনগর, সাতক্ষীরা/ সদর, চাঁপাইনবাবগঞ্জ / সাঁথিয়া, পাবনা/সদর, ভোলা/বাউফল, পটুয়াখালী। অনুলিপি সদয় জ্ঞাতার্থে: । মহাপরিচালক এর ব্যক্তিগত সহকারী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা (মহাপরিচালক মহোদয়ের সদয় অবগতির জন্য)। ১ ২। অতিরিক্ত মহাপরিচালক এর ব্যক্তিগত সহকারী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা (অতিরিক্ত মহাপরিচালক মহোদয়ের সদয় অবগতির জন্য)। ৪। অফিস কপি। ৩। পরিচালক প্রশাসন এর ব্যক্তিগত সহকারী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা (পরিচালক প্রশাসন মহোদয়ের সদয় অবগতির জন্য)।



DPE এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.