শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় সভার সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত SHED এর কর্মসূচী/ সিদ্ধান্ত। (২৩/০১/২০২৪)
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় সভার সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত SHED এর কর্মসূচী/ সিদ্ধান্ত। (২৩/০১/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ
শিক্ষা মন্ত্রণালয়
সমন্বয় শাখা
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
www.tmed.gov.bd
তারিখ: ৩ মাঘ ১৪৩০
১৭ জানুয়ারি ২০২৪
স্মারক নম্বর: ৫৭,০০,০০০০,,০৪৩.২৩.০০৩.১৭.৮
বিষয়: শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় সভার সিদ্ধান্ত বাস্তবায়ন
সূত্র: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং-৪৩.০০.০০০০.১২৪.২৩.১৭৬.২১.০৯, তারিখ: ০১ জানুয়ারি, ২০২৪
উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে, গত ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখে মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর সভাপতিত্বে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এ বিভাগ সংশ্লিষ্ট নিম্নোক্ত সিদ্ধান্ত/কর্মসূচিসমূহ গৃহীত হয়:
কর্মসূচি/সিদ্ধান্ত
২.১ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, আধাসরকারি, স্বায়ত্তসাশিত এবং বেসরকারি ভবনসমূহে সঠিক নিয়মে, সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সূর্যোদয়ের সময়ে জাতীয় পতাকা উত্তোলন এবং সূর্যাস্তের সময় জাতীয় পতাকা নামাতে হবে। পতাকা অর্ধনমিত করার ক্ষেত্রে সঠিক নিয়ম অনুসরণ করতে হবে।
২.২. যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইংলিশ মিডিয়াম স্কুল ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে স্ব-স্ব কর্মসূচি প্রণয়নপূর্বক
দিবসটি উদযাপনের ব্যবস্থা গ্রহণ করতে হবে জেলা সদর ও উপজেলা সদরের কর্মসূচি:
২.২১ সকল জেলা ও উপজেলা সদরে জেলা/উপজেলা প্রশাসন কর্তৃক যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে স্ব-স্ব কর্মসূচি প্রণয়নপূর্বক দিবসটি উদ্যাপনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভাষা-শহিদদের স্মরণে দেশের সকল শহিদ মিনারে রাত ১২.০১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিষ্ঠানগুলো জেলা/উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে দিবসটি উদ্যাপন করবেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ হতে জেলা ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রাদন করতে হবে।
এমতাবস্থায়, বর্ণিত সিদ্ধান্তের আলোকে তাঁর অধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে যথাযথ নির্দেশনা প্রদানসহ পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্তি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কার্যবিবরণী।
No comments
Your opinion here...