গোপনীয় অনুবেদনে স্বাস্থ্য পরীক্ষা সম্পাদন সংক্রান্ত MOPA এর নির্দেশনা। (০৪/০১/২০২৪)
গোপনীয় অনুবেদনে স্বাস্থ্য পরীক্ষা সম্পাদন সংক্রান্ত MOPA এর নির্দেশনা। (০৪/০১/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
সিআর-৩ শাখা
www.mopa.gov.bd
তারিখঃ ২০ পৌষ, ১৪ ৩০
০৪ জানুয়ারি, ২০২৪
নং- ০৫,০০,০০০০.১০২.০১.০০১.১৯-০২
বিষয়: গোপনীয় অনুবেদনে স্বাস্থ্য পরীক্ষা সম্পাদন সংক্রান্ত।
সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিআর-৩ শাখার ০৭.০১.২০২১ তারিখের ০৫.০০.০০০০.১০২.২২.০০১.১৬ (অংশ-১)-০৬ নং স্মারক।
উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সকল মন্ত্রণালয়/বিভাগ এবং নিয়ন্ত্রণাধীন দপ্তর/অধিদপ্তর/পরিদপ্তর/সংযুক্ত অফিস ও সংস্থায় (বিভাগ, জেলা এবং উপজেলাসহ) কর্মরত ৯ম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাগণের গোপনীয় অনুবেদনে স্বাস্থ্য পরীক্ষা সূত্রোক্ত স্মারকে জারিকৃত 'গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২০' এর পরিশিষ্ট অংশে বর্ণিত তালিকা ১ ও ২ অনুযায়ী নির্ধারিত মেডিক্যাল কলেজ হাসপাতাল/স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সম্পাদন করতে হবে।
স্বাক্ষরিত
সেলিনা খানম
যুগ্মসচিব
ফোন-৫৫১০০৮৭৮
No comments
Your opinion here...