নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানে মনিটরিং ও স্ব-উদ্যোগে In-house প্রশিক্ষণ আয়োজন সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (০৯/০১/২০২৪)
নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানে মনিটরিং ও স্ব-উদ্যোগে In-house প্রশিক্ষণ আয়োজন সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (০৯/০১/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
www.dshe.gov.bd
তারিখ: ০৯/০১/২০২৪ খ্রি.
স্মারক নং- ৩৭.০২.০০০০.১০৭,৩১.১৫০.২০২৩.২০
বিষয়: নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানে মনিটরিং ও স্ব-উদ্যোগে In-house প্রশিক্ষণ আয়োজন সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক পর্যায়ে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা- ২০২১ অনুযায়ী ২০২৩ শিক্ষাবর্ষ হতে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়ন হচ্ছে। তারই ধারাবাহিকতায় ২০২৪ শিক্ষাবর্ষ হতে ৮ম ও ৯ম শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়ন শুরু হয়েছে। নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক শিক্ষকগণের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। নতুন কারিকুলাম যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেক প্রতিষ্ঠান প্রধান তাঁর প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী বিষয়ভিত্তিক শিক্ষকবৃন্দের সমন্বয়ে স্ব-উদ্যোগে In-house প্রশিক্ষণের আয়োজন করবেন। এছাড়া প্রতিষ্ঠান প্রধান তাঁর প্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক শিক্ষকবৃন্দ কর্তৃক গৃহীত প্রশিক্ষণ অনুযায়ী শিক্ষক সহায়িকা অনুসরণ করে শ্রেণি কার্যক্রম পুরিচালনা করছেন কি না, তা মনিটরিং করবেন।
উল্লিখিত কার্যক্রমসমূহ যথাযথভাবে বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
(এস এম জিয়াউল হায়দার হেনরী)
সহকারী পরিচালক (মাধ্যমিক-২)
৪১০৫০১১৮
addshesecondary2@gmail.com
No comments
Your opinion here...