২০২৫ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঠ্যপুস্তকের চাহিদা সংগ্রহ প্রসঙ্গে DPE এর নির্দেশনা (১৮/০১/২৪)।
Views
DPE এর সকল আপডেট লিঙ্ক
২০২৫ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঠ্যপুস্তকের চাহিদা সংগ্রহ প্রসঙ্গে DPE এর নির্দেশনা (১৮/০১/২৪)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর-২, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
তারিখ: ০৪ মাঘ ১৪৩০
১৮ জানুয়ারি ২০২৪
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.৩০০.২৩.০০১.২০.১১
বিষয়: ২০২৫ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঠ্যপুস্তকের চাহিদা সংগ্রহ প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে ২০২৫ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঠ্যপুস্তকের চাহিদা সংক্রান্ত তথ্য পূরণের নিমিত্ত তথ্য ছক এতদসঙ্গে প্রেরণ করা হলো।
০২। পাঠ্যপুস্তকের চাহিদা প্রেরণের ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো:
* সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাঁর আওতাধীন সকল উপজেলা/থানা হতে প্রাপ্ত পাঠ্যপুস্তকের চাহিদা সংক্রান্ত তথ্য যাচাই করবেন।
* সকল উপজেলা/থানার তথ্য সমন্বিত করে জেলার সমন্বিত তথ্য সম্বলিত ছক ০১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা-এর কার্যালয়ে প্রেরণ করবেন।
* বিভাগীয় উপপরিচালকগণ তাঁর আওতাধীন জেলার তথ্য যাচাই করে সকল জেলার সমন্বিত তথ্য ০৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বই বিতরণ শাখায় ই-মেইল (dpebook111@gmail.com) সফটকপি এবং সংশ্লিষ্ট কর্মকর্তার সীল-স্বাক্ষরিত (প্রতি পাতায়) হার্ডকপি প্রেরণ নিশ্চিত করবেন।
* প্রেরিতব্য তথ্যের গ্রহণযোগ্যতার জন্য APSC ২০২২, ২০২৩ এবং ২০২৪-এ প্রদত্ত তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
* CRVS-এ প্রদত্ত তথ্যের সাথে মিল থাকতে হবে।
* পাঠ্যপুস্তকের অপচয় রোধে চাহিদা প্রেরণের ক্ষেত্রে সতর্ক হতে হবে।
০৩। এমতাবস্থায়, উপরোক্ত নির্দেশনা প্রতিপালন করে ২০২৫ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঠ্যপুস্তকের সমন্বিত চাহিদা বিভাগ থেকে ০৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে প্রেরণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্তি: ১। পাঠ্যপুস্তকের চাহিদার ছক-১৪টি
২। Ms Excel Format-৪টি
৩। পাঠ্যপুস্তকের চাহিদা পূরণের নির্দেশনা
স্বাক্ষরিত
ফয়েজুন নাহার
সহকারী পরিচালক (বই বিতরণ )
ফোন: ৫৫০৭৪৮৮৯
ই-মেইল:dpebook111@gmail.com
DPE এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...