“সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনা” সফটওয়্যারে নাম অন্তর্ভুক্তকরণ সংক্রান্ত DPE এর নির্দেশনা। (২৩/০১/২০২৪)
সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনা সফটওয়্যারে নাম অন্তর্ভুক্তকরণ সংক্রান্ত DPE এর নির্দেশনা। (২৩/০১/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১,০০০০,৪০০,১২,০৮০.২৪-৮৮৩
তারিখ: ০৯ মাঘ ১৪৩০ ২৩ জানুয়ারি ২০২৪
বিষয়: "সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনা" সফটওয়্যারে নাম অর্ন্তভূক্তকরণ।
সম্প্রতি সক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন উপজেলা হতে এক বা একাধিক শিক্ষকগণকে গ্রেডেশন তালিকায় অন্তর্ভুক্ত না করে গ্রেডেশন তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা হচ্ছে। যা কাম্য নয়। উপজেলায় কর্মরত সকল শিক্ষকবৃন্দকে "সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনা' বিষয়ক সফটওয়্যারে এন্ট্রি দিয়ে গ্রেডেশন তালিকা চূড়ান্ত করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাসরিন সুলতানা
সহকারী পরিচালক
DPE এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...