মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর-২৩ মাসের বেতন-ভাতা'র চেক হস্তান্তর প্রসঙ্গে DME এর সংবাদ বিজ্ঞপ্তি। (০৪/০১/২০২৪)
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর-২৩ মাসের বেতন-ভাতা'র চেক হস্তান্তর প্রসঙ্গে DME এর সংবাদ বিজ্ঞপ্তি। (০৪/০১/২০২৪)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
অর্থ শাখা
গাইড হাউজ (৭ম ও ১০ম তলা)
নিউ বেইলি রোড, ঢাকা-১০০০
www.dme.gov.bd
সংবাদ বিজ্ঞপ্তি
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের ডিসেম্বর/২০২৩ মাসের বেতন-ভাতাদি'র সরকারি অংশের ৪ টি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রুপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটিড, স্থানীয় কার্যালয়ে ০৪/০১/২০২৪ খ্রি. তারিখে হস্তান্ত করা হয়েছে। স্মারক নং ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৩-১১২ তারিখ: ০৪/০১/২০২৪খ্রি.। শিক্ষক-কর্মচারীগণ আগামী ০৮/০১/২০২৪ খ্রি. তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে ডিসেম্বর/২০২৩ মাসের বেতন-ভাতাদি'র সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
স্বাক্ষরিত
মোঃ জাকির হোসাইন উপ-পরিচালক (প্রশাসন) ও
আয়ন-ব্যয়ন কর্মকর্তা (ডিডিও)
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ঢাকা।
ফোন: ০২-৪১০৩০১৬৩
DME সংক্রান্ত সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...