অবৈধ মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করণ সংক্রান্ত BTRC এর সাধারন বিজ্ঞপ্তি। (১৮/০১/২০২৪)
Views
অবৈধ মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করণ সংক্রান্ত BTRC এর সাধারন বিজ্ঞপ্তি। (১৮/০১/২০২৪)
[বিজ্ঞপ্তি]
অবৈধ মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করণ সংক্রান্ত সাধারণ বিজ্ঞপ্তি
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিটিআরসি কর্তৃক জাতীয় পরিচিতি ও নিবন্ধিত সিম কার্ডের সাথে ট্যাগিং করে প্রতিটি মোবাইল ফোন নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন সরকারী সেবা গ্রহণ/প্রদান নিশ্চিত করা, অবৈধভাবে উৎপাদিত/আমদানিকৃত মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করার মাধ্যমে সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত করা এবং ব্যবহৃত মোবাইল ফোনের চুরি ও অবৈধ ব্যবহার রোধ করার উদ্দেশ্যে এনইআইআর এর কার্যক্রম পূর্ণাঙ্গ রূপে চালু করার কার্যক্রম শুরু হয়েছে। অতিশীঘ্রই অবৈধ মোবাইল ফোন নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করা হবে। এ প্রেক্ষিতে, সর্বসাধারণকে মোবাইল হ্যান্ডসেট ক্রয়ের পূর্বে বৈধতা যাচাইপূর্বক ক্রয়ের জন্য বিনীত অনুরোধ করা হল।
২। উল্লেখ্য, মোবাইল হ্যান্ডসেট ক্রয়ের পূর্বে মেসেজ অপশন থেকে KYD<space>১৫ ডিজিটের IMEI নম্বর লিখে (উদাহরণ সরূপঃ KYD 123456789012345) ১৬০০২ নম্বরে প্রেরণের মাধ্যমে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করা যাবে।
৩। জনস্বার্থে বিজ্ঞপ্তিটি জারী করা হলো।
স্বাক্ষুরিত
(ড. মোঃ সোহেল রানা)
পরিচালক
স্পেকট্রাম বিভাগ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
No comments
Your opinion here...