পিইডিপি৪ এর আওতায় ডিপিইও অফিস, পিটিআই, উপজেলা/থানা শিক্ষা অফিস, উপজেলা/খানা রিসোর্স সেন্টার-এ নতুন ভবন নির্মাণের চাহিদা প্রেরণ সংক্রান্ত MOPME এর নির্দেশনা। (০৩/১২/২০২৩)
পিইডিপি৪ এর আওতায় ডিপিইও অফিস, পিটিআই, উপজেলা/থানা শিক্ষা অফিস, উপজেলা/খানা রিসোর্স সেন্টার-এ নতুন ভবন নির্মাণের চাহিদা প্রেরণ সংক্রান্ত MOPME এর নির্দেশনা। (০৩/১২/২০২৩)
নতুন ভবন নির্মানের প্রস্তাব প্রেরণ সংক্রান্ত MOPME এর নির্দেশনা। (০৩/১২/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
তারিখ: ১৮ অগ্রযাষণ ১৪৩০
০৩ ডিসেম্বর ২০২৩
স্মারক নম্বর: ৩৮.০১,০০০০,৭০০,৯৯,০০৫.২৩.৪৫০
বিষয়ঃ পিইডিপি৪ এর আওতায় ডিপিইও অফিস, পিটিআই, উপজেলা/থানা শিক্ষা অফিস, উপজেলা/খানা রিসোর্স সেন্টার-এ নতুন ভবন নির্মাণের চাহিদা প্রেরণ।
উল্লিখিত বিষয়ের প্রেক্ষিতে জামানা যাচ্ছে যে, পিইডিপিও এর আওতায় সীমিত সংখ্যক অফিসে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাঁর আওতাধীন যেদমত্ত পিটিআই, ডিপিইও অফিস, উপজেল খানা শিক্ষা অফিস এবং উপজেলা/থানা রিসোর্স সেন্টার-এর বর্তমান ভবনের অবস্থা খুবই জরাজীর্ণ খুকিপূর্ণ এবং কোন কোন ক্ষেত্রে ভবন অকেজো ঘোষণার পর্যায়ে রয়েছে। এরুপ যেসকল অফিসে নতুন ভখন নির্মাণ করার অপরিহার্যতা রয়েছে তার তথ্য প্রেরণ করা প্রয়োজন।
এমাতাবস্থায়, তাঁর আওতাধীন যেসকল অফিসে নতুন ভবন নির্মাণ করা অপরিহার্য, এরূপ সর্বোচ্চ ১০টি অফিস ভবন নির্মাণের তথ্য নিম্নোক্ত হকে আগামী ০৭ (সাত) দিনের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মোহাম্মদ মিজানুর রহমান
পরিচালক
ফ্যাক্স: 02-9038122
ইমেইল: dirplandpe@gmail.com
MOPME এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...