তথ্য অধিকার আইন-২০০৯ অনুসারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার (আরটিআই) নাম পদবী, ঠিকানা এবং প্রযোজ্য ক্ষেত্রে ই-মেইল, ঠিকানা, টেলিফোন-মোবাইল নম্বর হালনাগাদপূর্বক তথ্যাদি প্রেরণ সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (১৯/১২/২০২৩)
তথ্য অধিকার আইন-২০০৯ অনুসারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার (আরটিআই) নাম পদবী, ঠিকানা এবং প্রযোজ্য ক্ষেত্রে ই-মেইল, ঠিকানা, টেলিফোন-মোবাইল নম্বর হালনাগাদপূর্বক তথ্যাদি প্রেরণ সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (১৯/১২/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
তারিখ: ১৮/১২/২০২৩
স্মারক নং: ৩৭.০২.০০০০.১০১,৯৯.০১১.২০২২-১৮৯
বিষয়: তথ্য অধিকার আইন-২০০৯ অনুসারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার (আরটিআই) নাম পদবী, ঠিকানা এবং প্রযোজ্য ক্ষেত্রে ই-মেইল ঠিকানা, টেলিফোন/মোবাইল নম্বর হালনাগাদপূর্বক তথ্যাদি প্রেরণ।
সূত্র: তথ্য কমিশন বাংলাদেশ স্মারক নং :১৫.৫১,০০০০,৫০৩.০৮.০০১.১৬.৫৮৫, তারিখ: ৭ ডিসেম্বর, ২০২৩
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে, তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে "তথ্য অধিকার আইন, ২০০৯" প্রণয়ন করা হয়। সরকারী কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, দুর্নীতি হ্রাস এবং সুশাসন নিশ্চিত করা এ আইনের লক্ষ্য। জনগণের তথ্য চাওয়া এবং পাওয়ার আইনী স্বীকৃতি মিলেছে এই আইনের প্রয়োগের মাধ্যমে। তথ্য অধিকার আইনের ১০ ধারা অনুযায়ী প্রত্যেক কর্তৃপক্ষ প্রত্যেক তথ্য প্রদান ইউনিটে একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নিয়োগ করবে এবং নিয়োগ প্রদানের ১৫ দিনের মধ্যে তথ্য কমিশনকে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে।
এমতাবস্থায়, মাউশি অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিসসমূহ আগামী ৩০ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, একজন বিকল্প দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আপীল কর্তৃপক্ষ (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আপীল কর্তৃপক্ষ নিয়োগের নির্ধারিত ছক অনুযায়ী) নিয়োগপূর্বক এর হার্ড কপি এবং সফট কপি তথ্য কমিশনের ইমেইলে (ap@infocom.gov.bd) প্রেরণ করবেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিকল্প দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আপীল কর্তৃপক্ষের হালনাগাদ তথ্য সংশ্লিষ্ট দপ্তরসমূহের ওয়েবসাইটে ও নোটিশ বোর্ডে বা নিজ দপ্তরের দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সংযুক্তি: দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আপীল কর্তৃপক্ষ নিয়োগের নির্ধারিত ছক এবং তথ্য অধিকার আইনের ১০ ধারা।
স্বাক্ষরিত/-
অধ্যাপক নেহাল আহমেদ
মহাপরিচালক






No comments
Your opinion here...