৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড, আচরণগত ট্রান্সক্রিপ্ট ও বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট সংগ্রহ-ডাউনলোড সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (২১/১২/২০২৩)
৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড, আচরণগত ট্রান্সক্রিপ্ট ও বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট সংগ্রহ-ডাউনলোড সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (২১/১২/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা। বেসরকারি মাধ্যমিক শাখা
www.dshe.gov.bd
স্মারক নম্বর: ৩৭.০২.০০০০.১০৭.২২.০০২.২৩
তারিখ: ৬ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ
২১ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ
বিষয়: ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড, আচরণগত ট্রান্সক্রিপ্ট ও বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট সংগ্রহ/ডাউনলোড সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, নতুন জাতীয় শিক্ষাক্রম- ২০২২ অনুসারে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড, আচরণগত ট্রান্সক্রিপ্ট ও বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট আগামী ২২ ডিসেম্বর, ২০২৩ তারিখ থেকে প্রতিদিন সকাল ৯.০০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত evaluation.noipunno.gov.bd লিংকটি ব্যবহার করে সংগ্রহ/ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনাসমূহ অনুসরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
১. ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শ্রেণি শিক্ষকগণ তাঁদের ড্যাশবোর্ড evaluation.noipunno.gov.bd লিংক থেকে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড ডাউনলোড করতে পারবেন সকাল ৯.০০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত। এই সময় শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম বন্ধ থাকবে;
২. ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয় শিক্ষকগণ তাঁদের নিজ নিজ আইডি থেকে বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট "ডাউনলোড" করতে পারবেন সকাল ৯.০০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত;
৩. পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দুপুর ১.০০ টার পর থেকে রিপোর্ট কার্ড, বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ও আচরণিক ট্রান্সক্রিপ্ট "ডাউনলোড” কার্যক্রম বন্ধ থাকবে;
৪. শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম দুপুর ১.০০ টার পর থেকে বিষয় শিক্ষকগণ চালিয়ে যেতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্য:
১. শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড ডাউনলোড করার পূর্বে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের সকল তথ্য দিতে হবে;
২. প্রতিষ্ঠান ও শিক্ষকের সকল তথ্য সংশোধনের সুযোগ চালু করা হয়েছে। প্রয়োজনীয় তথ্যগুলো সংশোধন করে হালনাগাদ করতে হবে। তাহলে রিপোর্ট কার্ডে সকল তথ্য সঠিকভাবে দেখতে পারবেন।
নথি | ডিজিটাল নথি ব্যবস্থাপনা
https://dshe-d.nothi.gov.bd/nothi/view/1/e5dc781b439531bf8a9520141e923c26a8ebba6b6581d309624ce58dc65b5c93
1/3
স্বাক্ষরিত
এস এম জিয়াউল হায়দার হেনরী
সহকারী পরিচালক-২
DSHE এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...