উপজেলা পর্যায়ে অনুষ্ঠেয় ৮ম ও ৯ম শ্রেণির সাবজেক্ট ম্যাচিং অনুসারে বিষয়ভিত্তিক শ্রেণি-শিক্ষকগণের নতুন শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণের তথ্য প্রেরণ সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (২২/১১/২০২৩)
উপজেলা পর্যায়ে অনুষ্ঠেয় ৮ম ও ৯ম শ্রেণির সাবজেক্ট ম্যাচিং অনুসারে বিষয়ভিত্তিক শ্রেণি-শিক্ষকগণের নতুন শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণের তথ্য প্রেরণ সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (২২/১১/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
www.dshe.gov.bd
তারিখ: ২২/১১/২০২৩ খ্রি.
স্মারক নং- ৩৭.০২.০০০০.১০৭.৩১.১৫০.২০২৩.৩৫০৮
বিষয়: উপজেলা পর্যায়ে অনুষ্ঠেয় ৮ম ও ৯ম শ্রেণির সাবজেক্ট ম্যাচিং অনুসারে বিষয়ভিত্তিক শ্রেণি-শিক্ষকগণের 'নতুন শিক্ষাক্রম বিস্তরণ' বিষয়ক প্রশিক্ষণের জন্য সংযুক্ত ছক মোতাবেক তথ্য প্রেরণ প্রসঙ্গে।
সূত্র: এসইএসডিপি'র স্মারক নং- এসইএসডিপি/ডিএনসি/যোগাযোগ/০১/২০২৩/৩২২; তারিখ: ২১ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ
উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে ৮ম ও ৯ম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণি-শিক্ষকগণের 'নতুন কারিকুলাম বিস্তরণ' বিষয়ক ৭ (সাত) দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম আগামী ০১ ডিসেম্বর, ২০২৩ থেকে ১৪ ডিসেম্বর, ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত ২ (দুই) ধাপে অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সাধারণ/মাদ্রাসা/কারিগরি/প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের EIIN ধারী ও EIIN বিহীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের নতুন কারিকুলাম অনুযায়ী শ্রেণি কার্যক্রম পরিচালনাকারী (অনুমোদিত/অনুমোদনবিহীন, সরকারি/বেসরকারি, এমপিওভুক্ত/ এমপিওবিহীন) শিক্ষকগণের উপজেলা/থানাওয়ারী আয়ন-ব্যয়ন কর্মকর্তার নামসহ বিষয়ভিত্তিক সংখ্যা ও তালিকা প্রয়োজন।
উল্লেখ্য, পাঠদানের অনুমতিপ্রাপ্ত/অনুমতিবিহীন প্রতিষ্ঠান, সেখানে মাধ্যমিক পর্যায়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শ্রেণি কার্যক্রম চলমান আছে এরূপ প্রাথমিক বিদ্যালয়/কিন্ডারগার্টেন/ইংরেজী ভার্সন/ইংরেজি মাধ্যমের ইংরেজি ভার্সন এবং পূর্ণকালীন বা খন্ডকালীন (এক বছরের বেশি একই প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রমের সাথে যুক্ত) সকল শ্রেণি-শিক্ষকগণ উক্ত প্রশিক্ষণের আওতাভুক্ত হবেন। এক্ষেত্রে মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষায়িত বিষয়সমূহের শ্রেণি কার্যক্রম পরিচালনাকারী শিক্ষকগণ উক্ত প্রশিক্ষণের ও এই তালিকার আওতাভুক্ত হবেন না।
এমতাবস্থায়, উপর্যুক্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বিষয়ভিত্তিক শ্রেণি-শিক্ষকগণের সংখ্যা ও তালিকা সংযুক্ত ছক মোতাবেক আয়ন-ব্যয়ন কর্মকর্তার নামসহ জেলা শিক্ষা কর্মকর্তার নিকট ই-মেইলে প্রেরিত গুগল ফরমের লিংকের মাধ্যমে আগামী ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিষয়টি অতীব জরুরি।
সংযুক্তি: তথ্য ছক।
স্বাক্ষরিত
এস এম জিয়াউল হায়দার হেনরী) (
সহকারী পরিচালক (মাধ্যমিক-২)
৪১০৫০১১৮
addshesecondary2@gmail.com
No comments
Your opinion here...