বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা- ২০২৩ (১১/১১/২০২৩)
Views
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা- ২০২৩ (১১/১১/২০২৩)
রেজিস্টার্ড নং ডি এ-১
অতিরিক্ত সংখ্যা
বাংলাদেশ গেজেট
কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত
শনিবার, নভেম্বর ১১, ২০২৩
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-১ অধিশাখা
প্রজ্ঞাপন
তারিখ : ১৬ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ /০১ নভেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ
এস. আর. ও, নং ৩০১-আইন/২০২৩। Registration of Private Schools Ordinance, 1962 (Ordinance No. XX of 1962) এর section 8 এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার নিম্নরূপ বিধিমালা প্রণয়ন করিল, যথা :-
১। শিরোনাম। অভিহিত হইবে। -এই বিধিমালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৩ নামে
২। সংজ্ঞা। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই বিধিমালায় —
(ক) “অধ্যাদেশ” অর্থ Registration of Private Schools Ordinance, 1962 (Ordinance No. XX of 1962);
(খ) “অধিদপ্তর” অর্থ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর;
(গ) “উচ্চ বিদ্যালয়” অর্থ নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়;
(ঘ) “নির্ধারিত” অর্থ নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত;
(ঙ) নিবন্ধন” অর্থ বিধি ৫ এর অধীন প্রদত্ত নিবন্ধন;
(চ) “নিবন্ধন কর্তৃপক্ষ” অর্থ বিধি ৫(৬) এ উল্লিখিত নিবন্ধন কর্তৃপক্ষ;
মূল্য: টাকা ২৪-০০
(১৫৭৯৫)
No comments
Your opinion here...