চতুর্থ প্রাথিমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) শীর্ষক প্রকল্পের Year-এর DLI (Disbursement Linked Indicators) ভেরিফিকেশন কাজের মাঠ পর্যায়ে বিভিন্ন তথ্য/উপাত্ত সংগ্রহের জন্য সহায়তা প্রসঙ্গে DPE এর নির্দেশনা। (১২/১০/২০২৩)
চতুর্থ প্রাথিমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) শীর্ষক প্রকল্পের Year-এর DLI (Disbursement Linked Indicators) ভেরিফিকেশন কাজের মাঠ পর্যায়ে বিভিন্ন তথ্য/উপাত্ত সংগ্রহের জন্য সহায়তা প্রসঙ্গে DPE এর নির্দেশনা। (১২/১০/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর-২, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং ৩৮,০১.০০০০.৬০০.১৪.০১৮.২২-৪০৮
তারিখ: ২৭ আশ্বিন ১৪৩০
১২ অক্টোবর 2023
বিষয়: চতুর্থ প্রাথিমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) শীর্ষক প্রকল্পের Year-এর DLI (Disbursement Linked Indicators) ভেরিফিকেশন কাজের মাঠ পর্যায়ে বিভিন্ন তথ্য/উপাত্ত সংগ্রহের জন্য সহায়তা প্রসঙ্গে।
সূত্রঃ বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয় তারিখঃ ০২/১০/২০২৩ খ্রিঃ
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্তৃক চলতি ২০১৩-২০১৪ অর্থ-বছরে এএসডি কনসালটেন্সি সার্ভিস নামক পরামর্শক ফার্মের মাধ্যমে “চতুর্থ প্রাথিমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) শীর্ষক প্রকল্পের Year ৫ এর DLI (Disbursement Linked Indicators) target. "At least eo percent primary school teachers and teacher educators have completed CPD training as per implementation plan" মাঠ পর্যায়ে সংযুক্ত জেলা ও উপজেলাসমূহে ভেরিফিকেশন সম্পন্ন করবেন। ভেরিফিকেশনের কাজটি অক্টোবর-২০২৩ হতে নভেম্বর-২০২৩ মেয়াদে বাস্তবায়িত হবে।
২। পরামর্শক ফার্মের প্রতিনিধি (তথ্য সংগ্রহকারী) আগামি ১৪/১০/২০২৩ থেকে ২৪/১০/২০২৩ তারিখ পর্যন্ত সংযুক্ত জেলা এবং উপজেলা পর্যায় হতে পিইডিপি-৪ এর আওতায় প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক/শিক্ষিকা এবং পিটিআই, ইউআরসি/টিআরসি, টিইও/ইউইও কর্মকর্তার থেকে কাঠামোগত প্রশ্নপত্রের মাধ্যমে সংখ্যাগত জরিপ এবং গুণগত তথ্যর জন্য কেআইআই, এবং এফজিডির মাধ্যমে ভেরিফিকেশন সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করবেন।
৩। উল্লেখিত কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে এবং মাঠ পর্যায়ের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য তথ্য উপাত্ত সংগ্রহের নিমিত্তে সহযোগীতা প্রদানের জন্য সংযুক্ত জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই সুপারিনটেনডেন্ট এবং উপজেলাসমূহের উপজেলা শিক্ষা অফিসার, ইউআরসি ইন্সট্রাক্টর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, সহকারী ইন্সট্রাক্টরকবৃন্দকে নির্দেশক্রমে অনুরোধ করা হল।
সংযুক্তি: জেলা ও উপজেলার তালিকা
স্বাক্ষরিত
মোঃ মাহবুবুর রহমান বিল্লাহ
উপপরিচালক (প্রশিক্ষণ) -
ফোন: ০২-৫৫০৭৪৮৯১
ই-মেইল: dpeddtrain@gmail.com
No comments
Your opinion here...