পার্ক চুং হি স্কুল অফ পলিসি অ্যান্ড সাইমাউল (PSPS), কোরিয়া প্রজাতন্ত্রের ইয়ুংনাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স প্রোগ্রামের ঘোষণা প্রসঙ্গে SHED এর বিজ্ঞপ্তি। (০৩/১০/২০২৩)
পার্ক চুং হি স্কুল অফ পলিসি অ্যান্ড সাইমাউল (PSPS), কোরিয়া প্রজাতন্ত্রের ইয়ুংনাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স প্রোগ্রামের ঘোষণা প্রসঙ্গে SHED এর বিজ্ঞপ্তি। (০৩/১০/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা
www.shed.gov.bd
নং-৩৭,০০,০০০০,০৮০,২৫.00১.১২-৩২৯
তারিখ : ১৮ আশ্বিন, ১৪৩০
০৩ অক্টোবর, ২০২৩
বিজ্ঞপ্তি
বিষয়: পার্ক চুং হি স্কুল অফ পলিসি অ্যান্ড সাইমাউল (PSPS), কোরিয়া প্রজাতন্ত্রের ইয়ুংনাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স প্রোগ্রামের ঘোষণা প্রসঙ্গে।
সূত্র: বাংলাদেশ দূতাবাস সিউল, দক্ষিণ কোরিয়া পত্র নং- BDS/09/18/ 458, তারিখ: 27 Septermber, 2023 |
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে, পার্ক চুং হি স্কুল অফ পলিসি অ্যান্ড সেমাউল (PSPS), কোরিয়া প্রজাতন্ত্রের ইয়ুংনাম বিশ্ববিদ্যালয় ২০২৪ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারে (বসন্ত) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করছে। অনলাইন আবেদনের সময়কাল ২০ সেপ্টেম্বর-১৩ অক্টোবর, ২০২৩।
০২। বর্ণিতাবস্হায়, উক্ত প্রোগ্রামের জন্য আগ্রহী প্রার্থীদের সরাসরি আবেদনের লক্ষ্যে এ সংক্রান্ত প্রাপ্ত তথ্যাদি এসাথে সংযুক্ত করা হলো। সংযুক্ত তথ্যাদিসহ বিজ্ঞপ্তিটি বহুল প্রচারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সংযুক্তি বর্ণনামতে ০৮ (আট) পাতা।
স্বাক্ষরিত
(মোছাঃ রোখছানা বেগম)
উপসচিব
ফোনঃ +88 02223390672
ই-মেইল: ds_stp@moedu.gov.bd
Full PDF Download
No comments
Your opinion here...