নিরাপত্তা প্রহরীগণের পদোন্নতির নিমিত্ত তথ্য প্রেরণ প্রসঙ্গে MOPME এর নির্দেশনা। (০৫/১০/২০২৩)
নিরাপত্তা প্রহরীগণের পদোন্নতির নিমিত্ত তথ্য প্রেরণ প্রসঙ্গে MOPME এর নির্দেশনা। (০৫/১০/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
তারিখ: ২০ আশ্বিন ১৪৩০
০৫ অক্টোবর ২০২৩
স্মারক নম্বর: ৩৮.০ 0000, ৩০০.১২.00১.২৩.২৯১
বিষয়: নিরাপত্তা প্রহরীগণের পদোন্নতির নিমিত্ত তথ্য প্রেরণ ।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৩ এর আলোকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাঠ পর্যায়ে কর্মরত যোগ্যতা সম্পন্ন (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ) নিরাপত্তা প্রহরীগণের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পদোন্নতির নিমিত্ত নিম্নবর্ণিত ছকসহ তথ্যাদি (ইউনিকোডে) আগামী (দশ) কর্মদিবসের মধ্যে ডাকযোগে বা বাহক মারফত মূলকপি section.dpe1@gmail.com-এ সফট কপি প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
২। উল্লেখ্য যে, নির্দিষ্ট সময়ের মধ্যে কোন নিরাপত্তা প্রহরীর তথ্য না পাওয়া গেলে তাঁর অধীনে পদোন্নতিযোগ্য কোন নিরাপত্তা প্রহরী নেই মর্মে বিবেচিত হবে।
ক. বিগত ৫ (পাঁচ) বছরের বিশেষ প্রতিবেদন;
খ. সকল শিক্ষাগতযোগ্যতার সনদ পত্রের কপি;
গ. নিয়োগপত্রের কপি;
ঘ. উন্নয়ন প্রকল্প থেকে রাজস্বখাতে স্থানান্তর/আত্মীকরণের আদেশের কপি;
ঙ. হালফিলকৃত মূল চাকরি খতিয়ান বহি;
চ. নিয়োগকারী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত বিভাগীয়/ফৌজদারী/দুদকের মামলা সংক্রান্ত প্রতিবেদন;
ছ. চাকরি নিয়মিতকরণের আদেশের কপি ।
স্বাক্ষরিত
মোঃ আব্দুল আলীম
সহকারী পরিচালক (প্রশাসন-১)
ফোন: ০২-৫৫০৭৪৯৫৮
ইমেইল: section.dpe1@gmail.com
MOPME এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...