নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় হেল্পলাইন ১০৯ এর প্রচারণা প্রসঙ্গে MOPME এর নির্দেশনা। (০৫/১০/২০২৩)
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় হেল্পলাইন ১০৯ এর প্রচারণা প্রসঙ্গে MOPME এর নির্দেশনা। (০৫/১০/২০২৩)
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
বিভাগীয় ও ই-পিরিচাল নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম
স্মারক নং- মশিবিম/নানিপ্রমাসেপ্র/৯৫/২০০৩ - ৪৩৯
তারিখঃ ১৭/০৮/২০২৩
বিষয়: নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় হেল্পলাইন ১০৯ এর প্রচারণা প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের আওতায় ২০১২ সালের ১৯ জুন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জাতীয় হেল্পলাইন সেন্টার ১০৯ স্থাপন করা হয়েছে। সপ্তাহে ০৭ দিন ২৪ ঘণ্টা এই সেন্টারের মাধ্যমে নির্যাতনের শিকার নারী ও শিশুকে প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এই হেল্পলাইন সেন্টারটি দেশব্যাপী কার্যকর ভূমিকা পালন করে আসছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর আওতায় পাঠ্যপুস্তকে ১০৯ নম্বরটি সন্নিবেশ করা হয়েছে। আপনার আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১০৯ নম্বরটি ব্যাপক প্রচার করা হলে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
০২। বর্ণিত অবস্থায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে টোল ফ্রি জাতীয় হেল্পলাইন ১০৯ এর প্রচারণার নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।
ড. আছমা আক্তার জাহান, এনডিসি
অতিরিক্ত সচিব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং
প্রকল্প পরিচালক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.0১,০০০০, ৪00 ৯৯,0৩১,২১.৩২৪ তারিখ: ২০ আশ্বিন ১৪৩০ ০৫ অক্টোবর ২০২৩ সংযুক্ত পত্রের মর্মানুযায়ী প্রয়োজনীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
নাসরিন সুলতানা
সহকারী পরিচালক
ফ্যাক্স: 02-9038122
MOPME এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...