ad

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ মাঠ পর্যায়ের সকল কর্মকর্তার ব্যক্তিগত প্রোফাইল আপডেট করণ প্রসঙ্গে MOPME এর নির্দেশনা। (১৫/১০/২০২৩)

Views


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ মাঠ পর্যায়ের সকল কর্মকর্তার ব্যক্তিগত প্রোফাইল আপডেট করণ প্রসঙ্গে MOPME এর নির্দেশনা। (১৫/১০/২০২৩)

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬ 

www.dpe.gov.bd

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.৯০০,১৯,00২,২০, ২০১

তারিখ: ৩০ আশ্বিন ১৪৩০

১৫ অক্টোবর ২০২৩

বিষয় : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ মাঠ পর্যায়ের সকল কর্মকর্তার ব্যক্তিগত প্রোফাইল আপডেট করণ প্রসঙ্গ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইন্টিগ্রেটেড Primary Education Management Information System (PEMIS) পূর্ণাঙ্গরূপে চালু হয়েছে। ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ মাঠ পর্যায়ের সকল কর্মকর্তার ব্যক্তিগত প্রোফাইল মডিউল উক্ত সিস্টেমে যুক্ত করা হয়েছে। প্রধান কার্যালয়সহ মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাকে PEMIS সিস্টেমে Login করে “প্রোফাইল আপডেট" মডিউল এ ক্লিক করে তার ব্যক্তিগত প্রোফাইল আগামী ৩০ অক্টোবর, ২০২৩ তারিখের মধ্যে শতভাগ আপডেট এবং অনুমোদন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

উল্লেখ্য যে, উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ের স্ব স্ব প্রতিষ্ঠান প্রধান তাঁর অধিনস্ত কর্মকর্তাগণের ব্যক্তিগত তথ্য অনুমোদন করবেন এবং প্রতিষ্ঠান প্রধানগণ তাঁর ব্যক্তিগত তথ্য আপডেট করে সাবমিট করলে তার পরবর্তী ঊর্ধ্বতন অফিস প্রধান অনুমোদন করবেন।

সহকারি উপজেলা/থানা শিক্ষা অফিসারগণ তার ক্লাস্টারের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় সঠিক ক্লাস্টারে অবস্থান নিশ্চিত করাসহ বিদ্যালয়ের অনুমোদিত পদ ও কর্মরত শিক্ষকগণের পদবীসহ সকল তথ্য সঠিক আছে মর্মে নিশ্চিত করবেন।

স্বাক্ষরিত


 শাহ রেজওয়ান হায়াত 

মহাপরিচালক (গ্রেড-১)

 ফ্যাক্স: ০২-৯০৩৮১২২




MOPME এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.