আসন্ন জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) টিকাদান ক্যাম্পেইন-২০২৩ সফল করতে ঢাকা বিভাগের সকল ৬ষ্ঠ-৯ম শ্রেণি ও সমমানের ছাত্রীদের অনলাইন জন্ম নিবন্ধন ও এইচপিভি ভ্যাকসিন নিবন্ধন নিশ্চিতকরণ প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (১৭/১০/২০২৩)
আসন্ন জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) টিকাদান ক্যাম্পেইন-২০২৩ সফল করতে ঢাকা বিভাগের সকল ৬ষ্ঠ-৯ম শ্রেণি ও সমমানের ছাত্রীদের অনলাইন জন্ম নিবন্ধন ও এইচপিভি ভ্যাকসিন নিবন্ধন নিশ্চিতকরণ প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (১৭/১০/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা।
www.dshe.gov.bd
স্মারক নং-৩৭.০২.0000.১০৮.0৩২.০২.২১.৪০
তারিখ: ১৭/১০/২০২৩ খ্রি.
বিষয় : আসন্ন জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) টিকাদান ক্যাম্পেইন-২০২৩ সফল করতে ঢাকা বিভাগের সকল ৬ষ্ঠ-৯ম শ্রেণি ও সমমানের ছাত্রীদের অনলাইন জন্ম নিবন্ধন ও এইচপিভি ভ্যাকসিন নিবন্ধন নিশ্চিতকরণ প্রসঙ্গে।
সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এর স্মারক নং- স্বাঃ অধিঃ ইপিআই সারভিল্যান্স /এইচপিভি /২০২৩/২৩০, তারিখ: ০৫/১০/২০২৩ থ্রি-
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এর অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) আগামী ১৫ অক্টোবর ২০২৩ হতে ঢাকা বিভাগের অন্তর্গত সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ-৯ম শ্রেণি ও সমমানের ছাত্রীকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ১ ডোজ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) টিকা প্রদানের লক্ষ্যে ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।
ক্যাম্পেইন চলাকালে টিকা গ্রহণের নিমিত্ত প্রতিটি ছাত্রীকে তাদের স্ব স্ব ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার দ্বারা www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন পূর্বক এইচপিভি টিকা কার্ড ডাউনলোড করে নির্ধারিত দিনে নির্ধারিত টিকা কেন্দ্রে টিকা গ্রহণ করতে হবে।
এমতাবস্থায় ঢাকা বিভাগের অন্তর্গত সকল স্কুলের ৬ষ্ঠ-৯ম শ্রেণি ছাত্রীদের অনলাইন জন্ম নিবন্ধন নিশ্চিত করার নিমিত্ত তাঁর আওতাধীন উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকগণকে ছাত্রীদের উল্লিখিত ওয়েবসাইটে এইচপিভি ভ্যাকসিনের নিবন্ধন নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
(প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন)
পরিচালক (মাধ্যমিক)
ফোন নং- ০২-41050285
DSHE এর সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...