ad

বার্ষিক কর্মসম্পদন চুক্তি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ কোর্সে আগ্রহী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের (প্রধান শিক্ষক-সহকারী প্রধান শিক্ষক-সিনিয়র শিক্ষক-সহকারী শিক্ষক) নামের তালিকা প্রেরণ সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (১২/১০/২০২৩)

Views

 


বার্ষিক কর্মসম্পদন চুক্তি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ কোর্সে আগ্রহী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের (প্রধান শিক্ষক-সহকারী প্রধান শিক্ষক-সিনিয়র শিক্ষক-সহকারী শিক্ষক) নামের তালিকা প্রেরণ সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (১২/১০/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

 বাংলাদেশ, ঢাকা 

www.dshe.gov.bd

স্মারক নম্বর: ৩৭.০২.০০০০.১১০.৬৪.১২৩.১৯.৮১৯

তারিখ: ০৯/১০/২০২৩খ্রি.

বিষয়: বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক মৌলিক প্রশিক্ষণে আগ্রহী শিক্ষকদের তালিকা প্রেরণ সংক্রান্ত

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের (প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক/সিনিয়র শিক্ষক/সহকারী শিক্ষক) জন্য ২০২৩-২০২৪ অর্থবছরে অনলাইনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক মৌলিক প্রশিক্ষণ আয়োজন করা হবে। বর্ণিত প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আপনার প্রতিষ্ঠান থেকে ০২ জন শিক্ষকের (০১ জন বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক মৌলিক প্রশিক্ষণের জন্য এবং ০১ জন শিক্ষক জাতীয় শুদ্ধাচার কৌশল বীশয়ক মৌলিক প্রশিক্ষণের জন্য) তালিকা গুগল ফর্মের মাধ্যমে পূরণ করে আগামী ১৭/১০/২০২৩ তারিখের মধ্যে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

https://docs.google.com/forms/d/1eij6sV0i7oOuNsu6FEifrPdDB6HO3NRlUissM_zMvno/viewform?pli=1&pli=1&edit_requested=true

বি:দ্র: যেসকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক/ সহকারী প্রধান শিক্ষক এ দুটি প্রশিক্ষণটি করেননি তাদের আবশ্যিকভাবে এই প্রশিক্ষণ করতে হবে। ইতোপূর্বে যে সকল শিক্ষক এ দুটি প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন কোনভাবেই তাদের নাম প্রেরণ করা যাবে না।


স্বাক্ষরিত

(মোঃ আনোয়ারুল আউয়াল খান)

সহকারী পরিচালক-৩


DSHE এর সকল আপডেট লিঙ্ক


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.