ad

শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক জরিপ ২০২৩ এর আওতায় নির্ধারিত সময়ে তথ্য না দেয়া সংক্রান্ত DME এর নির্দেশনা। (০৪/১০/২০২৩)

Views

 


শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক জরিপ ২০২৩ এর আওতায় নির্ধারিত সময়ে তথ্য না দেয়া সংক্রান্ত DME এর নির্দেশনা। (০৪/১০/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

শিক্ষা মন্ত্রণালয়

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো 

১ জহির রায়হান সড়ক (পলাশী-নীলক্ষেত),

www.banbeis.gov.bd


তারিখ: ১৬ আশ্বিন ১৪৩০

০১ অক্টোবর ২০২৩

স্মারক নং ৩৭,২০,০০০০,০৩,৩৫.১০৭.২৩/ ১৬৪

  বিষয়ঃ শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ ২০২৩ এর আওতায় নির্ধারিত সময়ে তথ্য না দেয়া সংক্রান্ত।

আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ ২০২৩ এর কার্যক্রম: ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে শেষ হয়েছে। প্রাথমিকোত্তর স্তরের ইআইআইএনভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বিষয়োক্ত জরিপে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। জরিপে সংগৃহীত তথ্য প্রক্রিয়াকরণ করে ব্যানবেইস দেশি, বিদেশী অংশীজন, UNESCO Institute for Statistics (UIS), Human Capital Index (HCI), Development Partner (DP), Annual Performance Agreemet (APA) SDG Tracker, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় শিক্ষা তথ্য সরবরাহ করাসহ Bangladesh Education Statistics শিরোনামে প্রতিবেদন প্রকাশ এবং SDG4 বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত করা হয়। শিক্ষায় সঠিক পরিকল্পনা প্রণয়ন এর লক্ষ্যে উক্ত প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইতোমধ্যেই দেশের ৩৬৬২১টি প্রাথমিকোত্তর শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৪০৬১টি শিক্ষা প্রতিষ্ঠান জরিপে অংশগ্রহণ করে তথ্য প্রদান করেছে। এতদসংগে সংযুক্ত তালিকার শিক্ষা প্রতিষ্ঠান অদ্যাবধি ব্যানবেইস এর শিক্ষা প্রতিষ্ঠান জরিপে তথ্য প্রদান করেনি যা মোটেও কাম্য নয়।

২। বর্ণিতাবস্থায় সংযুক্ত তালিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনতিবিলম্বে ব্যানবেইস সার্ভারে (www.banbeis.gov.bd) লগ ইন করে তথ্য প্রদানের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

সংযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা। 


স্বাক্ষরিত

(মোঃ কায়ছার র পরিচালক



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর 

প্রশাসন শাখা

পাইড হাউস (৭ম ও ১০ম তলা), 

নিউ বেইলী রোড, ঢাকা-১০০০ 

www.dme.gov.bd


স্মারক নং- ৫৭,২৫,0000,00১.00১.১৮

তারিখ: ১৯ আশ্বিন, ১৪৩০ 

০৪ অক্টোবর, ২০২৩


অধ্যক্ষ/সুপার/ এবতেদায়ী প্রধান ...(সংযুক্ত তালিকার মাদ্রাসাসমূহ)

স্বাক্ষরিত

মোঃ লুৎফর রহমান 

প্রতিকল্প কর্মকর্তা 

সহকারী পরিচালক (প্রশাসন) 

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর


All school list Download link

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.