ad

উপজেলা পর্যায়ে অনুষ্ঠেয় দাখিল অষ্টম ও নবম শ্রেণির বিষয় ভিত্তিক শ্রেণিশিক্ষকগণের ‘নতুন শিক্ষাক্রম বিস্তরণ’ বিষয়ক প্রশিক্ষণের জন্য সংযুক্ত ছকে উল্লিখিত বিষয় শিক্ষকগণের তালিকা সংগ্রহ সংক্রান্ত DME এর নির্দেশনা। (০৩/১০/২০২৩)

Views

 


উপজেলা পর্যায়ে অনুষ্ঠেয় দাখিল অষ্টম ও নবম শ্রেণির বিষয় ভিত্তিক শ্রেণিশিক্ষকগণের ‘নতুন শিক্ষাক্রম বিস্তরণ’ বিষয়ক প্রশিক্ষণের জন্য সংযুক্ত ছকে উল্লিখিত বিষয় শিক্ষকগণের তালিকা সংগ্রহ সংক্রান্ত DME এর নির্দেশনা। (০৩/১০/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

 গবেষণা ও উন্নয়ন শাখা 

গাইড হাউস (৭ম ও ১০ম তলা) নিউ বেইলি রোড, ঢাকা- 

wwww.dme.gov.bd


তারিখ: ১৩ আশ্বিন ১৪৩০ বা

২৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ)

স্মারক নম্বর: ৫৭,২৫,০০০০,০১০, ০২,00১, ২২.৩৬৯৬

বিষয়: উপজেলা পর্যায়ে অনুষ্ঠেয় দাখিল অষ্টম ও নবম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণিশিক্ষকগণের 'নতুন শিক্ষাক্রম বিস্তরণ' বিষয়ক প্রশিক্ষণের জন্য সংযুক্ত ছকে উল্লিখিত বিষয় শিক্ষকগণের তালিকা প্রেরণ প্রসঙ্গে। 

সূত্র: এসইডিপি/ডিএনসি/যোগাযোগ/০১/২০২৩/২২৬; তারিখ: ১৮/০৯/২০২৩খ্রি

উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে অনুষ্ঠেয় অষ্টম ও নবম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণিশিক্ষকগণের 'নতুন শিক্ষাক্রম বিস্তরণ' বিষয়ক প্রশিক্ষণ শীঘ্রই শুরু হতে যাচ্ছে। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের নির্মিত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দাখিল পর্যায়ের EIIN ধারী ও EIIN বিহীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত নতুন জাতীয় শিক্ষাক্রম অনুসারে শ্রেণি কার্যক্রম পরিচালনাকারী (অনুমোদিত/অনুমোদনবিহীন সরকারি, বেসকারি এমপিওভুক্ত। এমপিওবিহীন) পূর্ণকালীন বা খণ্ডকালীন (একবছরের বেশি একই শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রমে যুক্ত বিষয়ভিত্তিক শ্রেণিশিক্ষকগণের তালিকা প্রয়োজন।

এমতাবস্থায় দাখিল অষ্টম ও নবম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণিশিক্ষকগণের 'নতুন শিক্ষাক্রম বিস্তরণ' বিষয়ক প্রশিক্ষণের জন্য শিক্ষকগণের তালিকা আগামী ০৫/১০/২০২৩ ইং তারিখের মধ্যে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রদর্শিত নিম্নোক্ত লিংকে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংযুক্তিঃ

(3) https://forms.gle/FYaTrCprDRnyR26M6 (লিঙ্ক)

(2) Google Form গাইডলাইন (

৩) বিষয়ভিত্তিক শ্রেণিশিক্ষকগণের তালিকার তথ্যছক

স্বাক্ষরিত


মোঃ জিয়াউল আহসান 

পরিচালক








পিডিএফ লিঙ্ক ১

পিডিএফ লিঙ্ক ২

DME সংক্রান্ত সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.