ষষ্ঠ এবং সপ্তদশ শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশনা প্রদান প্রসঙ্গে DME এর নির্দেশনা। (১৭/১০/২০২৩)
ষষ্ঠ এবং সপ্তদশ শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশনা প্রদান প্রসঙ্গে DME এর নির্দেশনা। (১৭/১০/২০২৩)
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুষ্ঠক বোর্ড, বাংলাদেশ
“পাঠ্যপুস্তক ভবন"
৬৯-৭০, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১000
www.nctb.gov.bd
স্মারক নং-শি: উম: ২৭৭/১১/ 2204
তারিখ/১৫ অক্টোবর, ২০২৩
বিষয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশনা প্রদান প্রসঙ্গে।
জনাব,
উপর্যুক্ত বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য কিছু নির্দেশনা তৈরি করা হয়েছে। নির্দেশনাগুলো শিক্ষা প্রতিষ্ঠানে জরুরিভাবে প্রেরণ করা প্রয়োজন। নির্দেশনাগুলো নিম্নরূপ:
১) ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য বিস্তারিত নির্দেশনা ২৯/১০/২০২৩ ইং (রবিবার) তারিখে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে।
২) নির্দেশনা মোতাবেক সকল বিষয়ে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনা করতে হবে।
৩) বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনাতে ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ড এর ফরমেট এবং পরবর্তী শ্রেণিতে উত্তরণের নীতিমালা সংযুক্ত থাকবে।
৪) পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের উপস্থিতির হার এবং নির্ধারিত সংখ্যক বিষয়ে পারদর্শিতার সমন্বিত ফলাফল বিবেচনা করা হবে।
৫) রিপোর্ট কার্ডে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য শিক্ষার্থীদের পারদর্শিতার বিস্তারিত বিবরণ উল্লেখ থাকবে।
৬) বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানোর পরে ০২/১১/২০২৩ ইং (বৃহস্পতিবার) তারিখের মধ্যে অভিভাবক সমাবেশ করে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে অবহিত করে সমাবেশের তথ্য ও ছবি উপজেলা শিক্ষা অফিসে প্রেরণ করতে হবে।
স্বাক্ষরিত
প্রফেসর মো: ফরহাদুল ইসলাম
চেয়ারম্যান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
গবেষণা ও উন্নয়ন শাখা
গাইড হাউস (৭ম ও ১০ম তলা), নিউ বেইলী রোড, ঢাকা-১০০০
www.dme.gov.bd
স্মারক নং- ৫৭.২৫.0000.001.11.001.21-236
তারিখ: ০১ কার্তিক, ১৪৩০
১৭ অক্টোবর, ২০২৩
উপরিল্লিখিত নির্দেশনার প্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
মুহম্মদ হোসাইন
পরিদর্শক (সহকারী অধ্যাপক)
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
DME সংক্রান্ত সকল আপডেট লিঙ্ক
No comments
Your opinion here...