ad

পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিম - এর আওতায় ২০২২-২৩ অর্থবছরে প্রদত্ত স্কুল-মাদ্রাসা-কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG-MMAG-GBAG) -প্রাপ্ত ৫,০০,০০০-- (পাঁচ লক্ষ)টাকার বিল ভাউচার প্রেরণ প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (১৪/০৯/২০২৩)

Views

 


পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিম - এর আওতায় ২০২২-২৩ অর্থবছরে প্রদত্ত স্কুল-মাদ্রাসা-কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG-MMAG-GBAG) -প্রাপ্ত ৫,০০,০০০-- (পাঁচ লক্ষ)টাকার বিল ভাউচার প্রেরণ প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (১৪/০৯/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম, এসইডিপি 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

বাংলাদেশ, ঢাকা।

E-mail: pbgscdp2021@gmail.com

স্মারক: পিবিজিএসআই/ এসইডিপি/ এসএমএজি/ ৪৪/ ২০২৩/২৮০

তারিখ: ১৪/০৯/ ২০২৩ খ্রি.

বিষয়: পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিমের আওতায় ২০২২-২৩ অর্থ বছরে “স্কুল/ মাদ্রাসা/ কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG/MMAG / GBAG ) " প্রাপ্ত ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার বিল ভাউচার প্রেরণ প্রসঙ্গে।

সূত্র: পিবিজিএসআই/ এসইডিপি/ এসএমএজি/ ৪৪/ ২০২৩/২৭২

তারিখ: ৩১/০৮/২০২৩ খ্রি.

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) এর আওতাভুক্ত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিমের আওতায় ২০২২-২৩ অর্থবছরে ৫০০০ প্রতিষ্ঠানে “স্কুল/ মাদ্রাসা / কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান (SMAG/MMAG/GBAG ) " হিসেবে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা করে প্রদান করা হয়েছে। উক্ত ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার খাতভিত্তিক ব্যয় এবং প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত আয়কর, ভ্যাট ও অব্যয়িত টাকা (যদি থাকে) সরকারি কোষাগারে জমা প্রদানপূর্বক চালানের কপি ও বিল ভাউচার স্কিম দপ্তরে প্রেরণের জন্য সূত্রোস্থ স্মারকে অনুরোধ করা হয়েছে। কিছু কিছু প্রতিষ্ঠান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে সম্পূর্ন বিল ভাউচার না পাঠিয়ে প্রতিষ্ঠান থেকে শুধু আয়কর ও ভ্যাট এর চালানের কপি প্রেরণ করেছে।

বর্নিত অবস্থায় আয়কর, ভ্যাট ও অন্যয়িত টাকা সরকারি কোষাগারে জমাদানের চালানের কপিসহ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার

সম্পূর্ন বিল ভাউচারের ফটোকপি প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে আগামী ৩০.০৯.২০২৩ খ্রি. তারিখের মধ্যে স্কিম দপ্তরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।


স্বাক্ষরিত

 (প্রফেসর চিত্ত রঞ্জন দেবনাথ) 

স্কিম পরিচালক 

ফোন: 0222667300



DSHE এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.