পিইডিপি-৪ এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাইনর মেরামতের নিমিত্ত প্রদত্ত ছকে তথ্য প্রেরণ সংক্রান্ত MOPME এর নির্দেশনা। (০১/০৯/২০২৩)
পিইডিপি-৪ এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাইনর মেরামতের নিমিত্ত প্রদত্ত ছকে তথ্য প্রেরণ সংক্রান্ত MOPME এর নির্দেশনা। (০১/০৯/২০২৩)
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
স্মারক নম্বর: 38.01. 0000 700 14.017.18.45
তারিখ: ১৭ ভাদ্র ১৪৩০
০১ সেপ্টেম্বর ২০২৩
বিষয়: পিইডিপি৪ এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাইনর মেরামতের নিমিত্ত প্রদত্ত ছকে তথ্য প্রেরণ।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর ২০২৩-২৪ অর্থ বছরের Annual Operational Plan (AOP) এর ক্রমিক নম্বর ১১৩ এর কার্যক্রম মাইনর মেরামত খাতে ১১,৫০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে ২.০০ লক্ষ (দুই লক্ষ) টাকা করে বরাদ্দ প্রদানের জন্য আর্থিক সংস্থান রয়েছে। এ লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরে মাইনর মেরামতের বরাদ্দ প্রদানের জন্য সংযুক্ত বিদ্যালয়ের তালিকার মধ্যে সকল বিদ্যালয়েই বর্তমানে মাইনর মেরামতের প্রয়োজন রয়েছে কীনা তার হালনাগাদ তথ্য সংগ্রহ করা প্রয়োজন। উক্ত খসড়া তালিকাভুক্ত বিদ্যালয়ের নামের পাশে বর্ণিত ছকের ৮ নম্বর কলামে হ্যাঁ/না লিখে এবং ৮ নম্বর কলামের উত্তর “না” হলে ৯ নম্বর কলামে তার কারণ উল্লেখপূর্বক কলামটি পূরণ করতে হবে। উল্লেখ্য, বরাদ্দ প্রাপ্তির পর পরবর্তীতে বিদ্যালয় পরিবর্তনের আবেদন গ্রহণযোগ্য হবে না।
২। বর্ণিতাবস্থায়, তাঁর বিভাগের আওতাধীন সকল জেলার উপজেলাভিত্তিক তথ্য সংযুক্ত ছক মোতাবেক প্রেরিত তালিকার বিদ্যালয়ের নামের পাশে বর্ণিত ছকের ৮ নম্বর কলামে হ্যাঁ/না লিখে এবং ৮ নম্বর কলামের উত্তর “না” হলে ৯ নম্বর কলামে তার কারণ লিখে পূরণপূর্বক প্রদত্ত Excel worksheet-এ পরিকল্পনা ও উন্নয়ন বিভাগে সফট কপি (dirplandpe@gmail.com, adplandpe@gmail.com ইমেইল ঠিকানায় ) আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখের মধ্যে তথ্য প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
সংযুক্তি: ১। রাজশাহী, ২। খুলনা, ৩। ঢাকা, ৪। চট্টগ্রাম, ৫। বরিশাল, ৬। সিলেট, ৭। রংপুর, ৮। ময়মনসিংহ, ।
স্বাক্ষরিত
মোহাম্মদ মিজানুর রহমান পরিচালক পরিচালক,
No comments
Your opinion here...