ক্ষুদে ডাক্তার' কতৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পালন সংক্রান্ত MOPME এর নির্দেশনা। (১০/০৯/২০২৩)
Views
'
ক্ষুদে ডাক্তার' কতৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পালন সংক্রান্ত MOPME এর নির্দেশনা। (১০/০৯/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: 38.01.0000.700 99.001.23,300
তারিখ: ২৬ ভাদ্র ১৪৩
১০ সেপ্টেম্বর ২০২৩
বিষয়: 'ক্ষুদে ডাক্তার' কর্তৃক ২৩-২৯ সেপ্টেম্বর ২০২৩ মেয়াদে "শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা পালন সংক্রান্ত।
স্বাস্থ্য অধিদপ্তর এর পত্র নং স্বাঃ অধিঃ/সিডিসি/ফাইলেরিয়া /ক্ষুদে ডাক্তার/২০১৬; তারিখ: ৩০/০৮/২০২৩উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ২৩-২৯ সেপ্টেম্বর ২০২৩ ‘ক্ষুদে ডাক্তার' কর্তৃক "শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পালিত হবে। উক্ত সময়ে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে (সরকারি, কিন্ডারগার্টেন, সমপর্যায়ের মাদ্রাসাসহ সকল প্রতিষ্ঠান) শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা (ওজন, উচ্চতা ও চোখের দৃষ্টি শক্তি নিরুপন) কার্যক্রমটি অনুষ্ঠিত হবে। শিশুর স্বাস্থ্য রক্ষায় এ কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
০২। এমতাবস্থায়, আগামী ১৭-২৩ সেপ্টেম্বর ২০২৩ মেয়াদে 'ক্ষুদে ডাক্তার' কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা (ওজন, উচ্চতা ও চোখের দৃষ্টি শক্তি নিরুপন) কার্যক্রম সুষ্ঠুভাবে পালনের সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো।
সংযুক্তি: স্বাস্থ্য অধিদপ্তরের পত্র নির্দেশিকা, সুপারভিশন ফরম,
স্বাক্ষরিত
শাহীনুর শাহীন খান
পরিচালক (অতিরিক্ত দায়িত্ব)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম
রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর
মহাখালী, ঢাকা-১২১২।
স্মারক নং- স্বাঃ অধিঃ সিডিসি ফাইলেরিয়া ক্ষুদে ডাক্তার/২০১৬/ ৮৯৯৯
তারিখঃ ৩০/০৮/ ২০২৩ ইং
বরাবর
সিভিল সার্জন (সকল)
বিষয় ঃ ১৭- ২৩ সেপ্টেম্বর ২০২০ সময়কালীন ক্ষুদে ডাক্তার কর্তৃক “শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা” কার্যক্রম পালন প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, গত ১৭ আগস্ট ২০২৩ তারিখে অনুষ্ঠিত টেকনিক্যাল কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭-২৩ সেপ্টেম্বর ২০২০ সময়কালীন কিন্ডারগার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং সমপর্যায়ের মাদ্রাসাসহ সরকারি- বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে ডাক্তার কর্তৃক “শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা" কার্যক্রম অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষায় গঠিত ভুলে ডাক্তার দল তাদের জন্য নির্ধারিত শ্রেণীর সকল শিক্ষার্থীর ওজন, উচ্চতা ও দৃষ্টি শক্তি পরিমাপসহ আনুষঙ্গিক অন্যান্য তথ্য সংগ্রহ করে তা স্বাস্থ্য পরীক্ষার ফরমে লিপিবদ্ধ করবে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ক্ষুদে ডাক্তার দল গঠণ এবং তাদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা একটি অভিনব কার্যক্রম যাতে শিক্ষার্থীদের অনুপ্রানিত হবার, দলগতভাবে কাজ করার এমনকি সুশৃঙ্খল ভাবে জীবন গড়ার সুযোগ রয়েছে। স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে এই ক্ষুদে ডাক্তার দল কোন শিক্ষার্থীর অস্বাভাবিক শারীরিক বৃদ্ধিসহ দৃষ্টি শক্তিতে ত্রুটি কিংবা স্বাস্থ্য পরীক্ষার ফরমে উল্লেখিত অন্যান্য বিষয়াদির তথ্যও গাইড শিক্ষকের নজরে আনতে পারছে এবং বিষয়গুলো প্রাথমিক পর্যায়েই সংশোধনের ব্যাপারে সহায়ক ভূমিকা রাখছে।
অতএব, নির্ধারিত সময়ে উক্ত কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়নের নিমিত্তে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তাগণকে লিখিত নির্দেশনা প্রদানসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হলো।
এতে মহাপরিচালক মহোদয়ের সদয় সম্মতি রয়েছে।
স্বাক্ষরিত
অধ্যাপক ডা. মোঃ নাজমুল ইসলাম
পরিচালক (রোগ নিয়ন্ত্রণ)
লাইন ডাইরেক্টর, সিডিসি,
স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
No comments
Your opinion here...