ad

সরকার কর্তৃক শিক্ষা সহায়কভাতা প্রাপ্যতা প্রসংগে MOF এর নির্দেশনা। (১৪/১০/২০১৫)

Views

 


সংবাদ প্রতিবেদন

সরকারি চাকরিজীবীদের সন্তানদের জন্য শিক্ষা সহায়ক ভাতা ২৩ বছর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরিজীবীদের জন্য শিক্ষা সহায়ক ভাতা প্রদানের বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে। ২০১৫ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথমে সন্তানদের সর্বোচ্চ ২১ বছর বয়স পর্যন্ত এ ভাতা প্রদানের নিয়ম ছিল। তবে পরবর্তীতে ২০১৮ সালের জানুয়ারিতে প্রকাশিত গেজেটে এ বয়সসীমা ২৩ বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা আদেশে বলা হয়, সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ দুই সন্তান শিক্ষা সহায়ক ভাতা পাওয়ার যোগ্য হবেন। সন্তান প্রতি মাসিক ৫০০ টাকা হারে এবং সর্বোচ্চ ২ সন্তানের জন্য ১,০০০ টাকা শিক্ষা সহায়ক ভাতা প্রদান করা হবে। তবে স্বামী-স্ত্রী উভয়েই সরকারি চাকরিজীবী হলে সন্তান সংখ্যা যেকোনো একজনের হিসাবে গণনা করে এ ভাতা নির্ধারণ করতে হবে।

এ ভাতা পাওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র এবং সন্তানের জন্ম নিবন্ধন সনদ জমা দিতে হবে। জন্ম সনদ অনুযায়ী ২৩ বছর বয়স পর্যন্ত সন্তানরা এ ভাতা পাওয়ার অধিকারী হবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই সংশোধিত গেজেট অনুযায়ী, ২০১৮ সাল থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ফলে সরকারি চাকরিজীবীরা এখন থেকে তাঁদের সন্তানের শিক্ষা সহায়ক ভাতা আরও দুই বছর বেশি সময় পর্যন্ত ভোগ করতে পারবেন।

প্রসঙ্গত, শিক্ষা সহায়ক ভাতা প্রবর্তনের মূল লক্ষ্য হলো সরকারি চাকরিজীবীদের পরিবারের শিক্ষা ব্যয়ের চাপ লাঘব করা এবং সন্তানদের উচ্চশিক্ষা অর্জনে উৎসাহ প্রদান করা।

Regulation-3-11-

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি -৩ অধিশাখা 

website: www.mof.gov.bd

তারিখ ঃ ১৪/১০/২০১৫ খ্রিঃ।

২৯/০৬/১৪২২ বা

প্রজ্ঞাপন

সরকার সকল কর্মচারীর জন্য জাতীয় বেতনস্কেল, মোতাবেক শিক্ষা সহায়ক ভাতা' নিম্নোক্ত

হারে প্রদানে সিদ্ধান্ত গ্রহণ করেছে:

(ক) সকল কর্মচারীর জন্য সন্তান প্রতি মাসিক ৫০০/- (পাঁচ শত) টাকা হারে এবং অনধিক ০২ (দুই) সন্তানের জন্য সর্ব্বোচ্চ ১০০০/- (এক হাজার) টাকা 'শিক্ষা সহায়ক ভাতা' প্রদেয় হবে।

(খ) স্বামী ও স্ত্রী উভয়ই চাকরিজীবী হলে সন্তান সংখ্যা যে কোন একজনের ক্ষেত্রেই গণনা করে ভাতার পরিমাণ নির্ধারণ করতে হবে।

(গ) শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়ন পত্র ( Enrolement certificate from the Head of the Institute) এবং জন্ম নিবন্ধন সনদ এর কপি (copy of Birth certificate) দাখিল সাপেক্ষে এ ভাতা প্রদেয় হবে। জন্ম নিবন্ধন সনদ মোতাবেক এ ভাতা ২১ বছর পর্যন্ত বয়সী সন্তান/সন্তানেরা প্রাপ্য হবেন। 

এ আদেশ ০১/০৭/২০১৬ তারিখ হতে কার্যকর হবে।

স্বাক্ষরিত

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষরিত/-

(কাজী মাহবুব হাসান) 

যুগ্ম-সচিব

বিঃদ্রঃ সন্তানের বয়স ২৩ বছর পর্যন্ত  শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্য হবেন। ( গেজেট সংযুক্ত)

বাংলাদেশ গেজেট

অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত

বুধবার, জানুয়ারি ৩১, ২০১৮

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়

অর্থ বিভাগ

(প্রবিধি অনুবিভাগ)।

আদেশ

তারিখ: ১৬ মাঘ ১৪২৪ বঙ্গাব্দ/২৯ জানুয়ারি ২০১৮ খ্রিস্টাব্দ

এস, আর, ও নং ৪০-আইন/২০১৮।-Services (Reorganization and Conditions) Act, 1975 (Act No. XXXII of 1975) এর section 5 এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার চাকরি (স্ব-শাসিত (Public bodies) এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ) (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর নিম্নরূপ অধিকতর সংশোধন করিল, যথা

উপরি-উক্ত আদেশের অনুচ্ছেদ ১৯ এর চতুর্থ লাইনে উল্লিখিত "শিক্ষা সহায়ক ভাতা বয়সের সার্টিফিকেট দাখিল সাপেক্ষে ২১ বৎসর পর্যন্ত বয়সী সন্তানেরা প্রাপ্য হইবেন" শব্দগুলি ও সংখ্যা এর পরিবর্তে "বয়সের সার্টিফিকেট দাখিল সাপেক্ষে ২৩ (তেইশ) বৎসর পর্যন্ত বয়সী সন্তানেরা শিক্ষা সহায়কভাতা প্রাপ্য হইবেন" শব্দগুলি, সংখ্যা ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।

২। ইহা অবিলম্বে কার্যকর হইবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

মোঃ নজরুল ইসলাম এনডিসি

অতিরিক্ত সচিব।

Lutfor

MOF এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.