ad

সরকার কর্তৃক শিক্ষা সহায়কভাতা প্রাপ্যতা প্রসংগে MOF এর নির্দেশনা। (১৪/১০/২০১৫)

Views

 


সরকার কর্তৃক শিক্ষা সহায়কভাতা প্রাপ্যতা প্রসংগে MOF এর নির্দেশনা। (১৪/১০/২০১৫)

Regulation-3-11-

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি -৩ অধিশাখা 

website: www.mof.gov.bd

তারিখ ঃ ১৪/১০/২০১৫ খ্রিঃ।

২৯/০৬/১৪২২ বা

প্রজ্ঞাপন

সরকার সকল কর্মচারীর জন্য জাতীয় বেতনস্কেল, মোতাবেক শিক্ষা সহায়ক ভাতা' নিম্নোক্ত

হারে প্রদানে সিদ্ধান্ত গ্রহণ করেছে:

(ক) সকল কর্মচারীর জন্য সন্তান প্রতি মাসিক ৫০০/- (পাঁচ শত) টাকা হারে এবং অনধিক ০২ (দুই) সন্তানের জন্য সর্ব্বোচ্চ ১০০০/- (এক হাজার) টাকা 'শিক্ষা সহায়ক ভাতা' প্রদেয় হবে।

(খ) স্বামী ও স্ত্রী উভয়ই চাকরিজীবী হলে সন্তান সংখ্যা যে কোন একজনের ক্ষেত্রেই গণনা করে ভাতার পরিমাণ নির্ধারণ করতে হবে।

(গ) শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়ন পত্র ( Enrolement certificate from the Head of the Institute) এবং জন্ম নিবন্ধন সনদ এর কপি (copy of Birth certificate) দাখিল সাপেক্ষে এ ভাতা প্রদেয় হবে। জন্ম নিবন্ধন সনদ মোতাবেক এ ভাতা ২১ বছর পর্যন্ত বয়সী সন্তান/সন্তানেরা প্রাপ্য হবেন। 

এ আদেশ ০১/০৭/২০১৬ তারিখ হতে কার্যকর হবে।

স্বাক্ষরিত

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষরিত/-

(কাজী মাহবুব হাসান) 

যুগ্ম-সচিব

বিঃদ্রঃ সন্তানের বয়স ২৩ বছর পর্যন্ত  শিক্ষা সহায়ক ভাতা প্রাপ্য হবেন। ( গেজেট সংযুক্ত)

Lutfor

MOF এর সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.