CRVS সংক্রান্ত আপডেট।
Views
যে সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি কার্যক্রম এখনো সম্পন্ন করতে পারেন নি, আপনারা দ্রুত এন্ট্রির কাজ সম্পন্ন করুন।
যে সকল শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন এ তথ্য ভুল ছিল, সংশোধন করা হয়েছে, তাদের তথ্য অনিবন্ধিত তালিকায় সম্পাদনে গিয়ে ঐ শিক্ষার্থীদের পূর্বের জন্ম নিবন্ধন নাম্বার মুছে সংশোধিত জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে সার্চ করলে তথ্য আপডেট হয়ে যাবে, পরে ৩ ধাপে সেভ করতে হবে।
যে সকল শিক্ষার্থীর তথ্য ভুল এন্ট্রি হয়েছে অথবা Aready Exit দেখায়, অথবা উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদন ছাড়াই অন্য প্রতিষ্ঠানে চলে গেছে ঐ সকল শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন নং, জন্ম তারিখ, বিদ্যালয়ের নাম, ক্লাস্টার, উপজেলা, জেলা এই ভাবে তালিকা করে রাখুন পরবর্তীতে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।
যে সকল বিদ্যালয়ে ২০২২ সালের এন্ট্রিকৃত শিক্ষার্থীদের তথ্য অনিবন্ধিত তালিকা থেকে হারিয়ে গেছে আপনারা অপেক্ষা করুন, ১৫-২০ দিন পর এটো যুক্ত হয়ে যাবে, তারপরও না হলে help.crvs@gmail.com এ অফিসিয়াল মেইল করে বিদ্যালয়ের তথ্য দিবেন।
যে সকল শিক্ষার্থীদের বাবা-মা কেউ নেই তাদের তথ্য এন্ট্রি করা থেকে আপাতত বিরতি থাকুন। পরবর্তীতে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।
শিক্ষার্থীদের ছবি আপলোড করার ক্ষেত্রে অবশ্যই পরিষ্কার ছবি দিবেন। মাথায় বা মুখে স্টাপলার করা বা ব্যাকগ্রাউন্ড ভিন্ন কালার গ্রহণযোগ্য নয়, কারণ এই ছবি দিয়েই হবে শিক্ষার্থীর মূল আইডি কার্ড।
CRVS সংক্রান্ত আপডেট।






(সংগৃহীত -- জনাব, মো: শাহ আলম, সহ: প্রোগ্রামার, CRVS প্রকল্প এর টাইমলাইন থেকে।
No comments
Your opinion here...