ad

CRVS সংক্রান্ত আপডেট।

Views

 


CRVS সংক্রান্ত আপডেট

👉 যে সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি কার্যক্রম এখনো সম্পন্ন করতে পারেন নি, আপনারা দ্রুত এন্ট্রির কাজ সম্পন্ন করুন।
👉 এন্ট্রিকৃত শিক্ষার্থীদের তথ্য প্রধান শিক্ষকের আইডিতে রাখুন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপরের ধাপে পাঠাবেন না।
👉 যে সকল শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন এ তথ্য ভুল ছিল, সংশোধন করা হয়েছে, তাদের তথ্য অনিবন্ধিত তালিকায় সম্পাদনে গিয়ে ঐ শিক্ষার্থীদের পূর্বের জন্ম নিবন্ধন নাম্বার মুছে সংশোধিত জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে সার্চ করলে তথ্য আপডেট হয়ে যাবে, পরে ৩ ধাপে সেভ করতে হবে।
👉 যে সকল শিক্ষার্থীর তথ্য ভুল এন্ট্রি হয়েছে অথবা Aready Exit দেখায়, অথবা উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদন ছাড়াই অন্য প্রতিষ্ঠানে চলে গেছে ঐ সকল শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন নং, জন্ম তারিখ, বিদ্যালয়ের নাম, ক্লাস্টার, উপজেলা, জেলা এই ভাবে তালিকা করে রাখুন পরবর্তীতে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।
👉 যে সকল বিদ্যালয়ে ২০২২ সালের এন্ট্রিকৃত শিক্ষার্থীদের তথ্য অনিবন্ধিত তালিকা থেকে হারিয়ে গেছে আপনারা অপেক্ষা করুন, ১৫-২০ দিন পর এটো যুক্ত হয়ে যাবে, তারপরও না হলে help.crvs@gmail.com এ অফিসিয়াল মেইল করে বিদ্যালয়ের তথ্য দিবেন।
👉 যে সকল শিক্ষার্থীদের বাবা-মা কেউ নেই তাদের তথ্য এন্ট্রি করা থেকে আপাতত বিরতি থাকুন। পরবর্তীতে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।
👉 শিক্ষার্থীদের ছবি আপলোড করার ক্ষেত্রে অবশ্যই পরিষ্কার ছবি দিবেন। মাথায় বা মুখে স্টাপলার করা বা ব্যাকগ্রাউন্ড ভিন্ন কালার গ্রহণযোগ্য নয়, কারণ এই ছবি দিয়েই হবে শিক্ষার্থীর মূল আইডি কার্ড।
(সংগৃহীত -- জনাব, মো: শাহ আলম, সহ: প্রোগ্রামার, CRVS প্রকল্প এর টাইমলাইন থেকে

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.