উপবৃত্তি সংক্রান্ত জরুরী আপডেট
Views
উপবৃত্তি সংক্রান্ত জরুরী আপডেট
২৪-২৬ সেপ্টেম্বর
ঢাকা, রাজশাহী, রংপুর,ময়মনসিংহ
২৭- ২৯ সেপ্টেম্বর
যে সকল অপশন উন্মুক্ত রয়েছে
নতুন এন্ট্রি,
শিক্ষার্থী ট্রান্সফার করণ ও গ্রহণ
যাচাই বাছাইও অনুমোদন
ত্রুটিপূর্ণ ডাটা ও মোবাইল একাউন্ট সংশোধন।
তথ্য: জনাব মো: জিয়াউল কবীর সুমন, শিক্ষা অফিসার উপবৃত্তি বিভাগ,ডিপিই
উপবৃত্তি সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি
PESP MIS Software-এর সংশ্লিষ্ট ইউজারগণের সদয় অবগতি এবং কার্যার্থে জানানো
যাচ্ছে, অদ্য 24/09/2023খ্রি. তারিখ থেকে ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি, শিক্ষার্থী ট্রান্সফারকরণ-গ্রহণ, ডাটা যাচাই-বাছাই ও অনুমোদন, ত্রুটিপূর্ণ ডাটা ও মোবাইল একাউন্ট সংশোধন- সংক্রান্ত কার্যক্রম সম্পন্নকরণের নিমিত্ত PESP MIS Software-এর সংশ্লিষ্ট মডিউল ও অপশন নিম্নবর্ণিত সময়সূচি মোতাবেক উন্মুক্ত থাকবে :
ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগ | 24/09/2023 থেকে 26/09/2023 তারিখ
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ
27/09/2023 থেকে 29/09/2023 তারিখ
প্রতিদিন: সকাল ০৮:০০টা থেকে রাত ১০:০০টা পর্যন্ত (শুক্র-শনিবারসহ)।
উক্ত সময়ের মধ্যে সংশ্লিষ্ট ইউজারগণ (প্রধান শিক্ষক, এইউইও/এটিইও এবং ইউইও/টিইও) কর্তৃক বর্ণিত কার্যক্রম যথাযথভাবে সম্পন্নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।
ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের এন্ট্রিকৃত ডাটা এবং ট্রান্সফার গ্রহণকৃত ডাটা অবশ্যই “ক্লাস্টারে তালিকা জমাদান | অপশন থেকে এইউইও/এটিইও (ক্লাস্টারের আইডিতে) বরাবর প্রেরণ করতে হবে। উক্ত ডাটাসমূহ এইউইও/এটিইও কর্তৃক যাচাই-বাছাই এবং ইউইও/টিইও কর্তৃক চুড়ান্ত অনুমোদিত হলেই চাহিদা প্রস্তুত করা যাবে।
.
উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ২৪/০৯/২০২৩খ্রি.
উপবৃত্তি সংক্রান্ত
No comments
Your opinion here...