ad

কাব স্কাউটদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপির ৬ টি গেরো ও তার ব্যবহার।

Views

 


কাব স্কাউটদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপির ৬ টি গেরো ও তার ব্যবহার।

বিপির ৬ টি গেরো ও ব্যবহার
কাব স্কাউটদের ৬ টি গেরো
স্কাউটদের জন্য প্রাথমিক ৬টি গেরো ও তার ব্যবহারঃ

১। ডাক্তারী গেরো বা (Reef Knot ) ব্যবহারঃ সমান মোটা দুটি দড়ি জোড়া দিতে প্যাকেট বা ব্যান্ডেজ বাঁধতে এই গেরো ব্যবহার করা হয়।

২। পাল গেরো বা (Sheet Band) ব্যবহারঃ পাল বাঁধতে, পতাকা বাঁধতে এবং মোটা দড়ির সাথে চিকন দড়ি জোড়া দিতে এই গেরো ব্যবহার করা হয়।

৩। জীবন রক্ষাকারী গেরো বা (Bowline) ব্যবহারঃ জীবন্ত কোন লোককে উদ্ধারের জন্য, যেমন উপর থেকে নিচে নামাবার বা নিচে থেকে উপরে তোলার জন্য এ গেরো ব্যবহার করা হয়। আগুন লাগা ঘর থেকে পানিতে ডুবা কোন অজ্ঞান ব্যক্তিকে উদ্ধার করার জন্য এই গেরো ব্যবহার করা হয়।

৪।বড়শি গেরো বা (Clove Hitch) ব্যবহারঃ কোন দড়ির এক প্রান্তকে কোন খুঁটিতে বা পুলে বাঁধার জন্য এবং একমাত্র Diagonal Lashing ছাড়া অন্যসব ল্যাশিং শুরু এবং শেষ করার সময় এই গেরো ব্যবহার করা হয়।

৫। তাঁবু গেরো বা (One Round and Two Half Hitches ) ব্যবহারঃ তাঁবুর পেগের সঙ্গে তাঁবু গাই লাইন বা গাই রোপ বাঁধার জন্য এই হিচ ব্যবহার করা হয়।

৬। গুড়িটানা গেরো বা (Timber Hitch) ব্যবহারঃ কোন ভারী কাঠের টুকরা বা গাছের গুড়ি টেনে আনার জন্য এই গেরো ব্যবহার করা হয়। তাছাড়া ডায়াগোনাল ল্যাশিং বাঁধার কাজে এই গেরো ব্যবহার করতে হয়। কোন লম্বা বস্তুকে সোজা রাখতে কেলিক দিতে হয়।

জিল্লুর হোসাইন, উডব্যাজার,দিনাজপুর


কাব সংক্রান্ত সকল আপডেট লিঙ্ক

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.