উপবৃত্তি আপডেট (নতুন এন্ট্রি ও হালনাগাদ সংক্রান্ত)।
উপবৃত্তি আপডেট (নতুন এন্ট্রি ও হালনাগাদ সংক্রান্ত)।
জরুরী বিজ্ঞপ্তি (নতুন এন্ট্রি ও হালনাগাদ সংক্রান্ত)
২০২৩ শিক্ষাবর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের এন্ট্রির ক্ষেত্রে-
প্রধান শিক্ষক কর্তৃক ডাটা এন্ট্রি করতে হবে এবং ক্লাস্টারে প্রেরণ অপশন থেকে ক্লাস্টারে (এইউইও/এটিইও-এর আইডিতে) প্রেরণ করতে হবে।
এইউইও/এটিইও যাচাই-বাছাই করে অনুমোদনের জন্য ইউইও/টিইও-এর আইডিতে প্রেরণ
করবেন। তবে ইউইও/টিইও এর আইডিতে নতুন এন্ট্রিকৃত ডাটা অনুমোদন অপশন বন্ধ
রয়েছে তাই অনুমোদন করতে পারবেন না এবং পরে সময় দেয়া হবে । নতুন এন্ট্রিকৃত বিভিন্ন শ্রেণির সকল শিক্ষার্থীদের ডাটা অনুমোদনের পর বেনিফিসিয়ারি
মেন্যুর শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদ সাব মেনুতেই দেখা যাবে এবং এখানেই থাকবে।
হালনাগাদপূর্বক ক্লাস্টারে প্রেরণ করার প্রয়োজন নাই।
২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হালনাগাদের ক্ষেত্রে -
১. শ্রেণি প্রমোশন: ২০২২ শিক্ষাবর্ষের প্রযোজ্য শিক্ষার্থীদের উপরের শ্রেণিতে প্রমোশন দেয়ার জন্য এই অপশন সিলেক্ট করে- অবশ্যই শ্রেণি ও রোল এবং প্রয়োজনে শিফট ও শাখা পরিবর্তন করে সংরক্ষণ করতে হবে।
২. প্রাথমিক চক্রের সমাপ্তি: এই অপশন সিলেক্ট করে- ২০২২ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণি (প্ৰাক- প্রাথমিক থেকে ৫ম শ্রেণি চলমান বিদ্যালয়সমূহের ক্ষেত্রে) এবং অষ্টম শ্রেণি (প্রাক-প্রাথমিক থেকে ৮ম শ্রেণি চলমান বিদ্যালয়সমূহের ক্ষেত্রে) উত্তীর্ণ শিক্ষার্থীদের কোন তথ্য পরিবর্তন না করে সংরক্ষণ করতে হবে।
৩. পুনরাবৃত্তি: কোন শিক্ষার্থী একই শ্রেণিতে অধ্যয়নরত থাকলে এই অপশন সিলেক্ট করে- অবশ্যই রোল এবং প্রয়োজনে শিফট ও শাখা পরিবর্তন করতে হবে।
৪. ভুল এন্ট্ৰি: ২০২২ শিক্ষাবর্ষের যেসকল শিক্ষার্থীদের ভুলক্রমে ২০২৩ শিক্ষাবর্ষ অনুসারে পোর্টালে এন্ট্রি অথবা হালনাগাদ করা হয়েছিল, সেসকল শিক্ষার্থীদের ক্ষেত্রে এই অপশন সিলেক্ট করে-কোন তথ্য পরিবর্তন না করে সংরক্ষণ করতে হবে।
৫. সকল হালানাগাদকৃত ডাটা অবশ্যই ক্লাস্টারে প্রেরণ করতে হবে এবং ক্লাস্টারে যাচাই-বাছাই ও উপজেলায় অনুমোদন করতে হবে।
(16/09/2023) উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
কৃতজ্ঞতায়: জনাব জিয়াউল কবীর সুমন
শিক্ষা অফিসার
উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সকল উপবৃত্তি আপডেট লিঙ্কঃ
No comments
Your opinion here...