ad

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩

Views

 


বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩


বা. জা. স. বিল নং ৩৪/২০২৩।--সুষম খাদ্য হিসাবে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ, বাজারজাতকরণসহ এবং এতৎসংশ্লিষ্ট বিষয়াবলির সুষ্ঠু ব্যবস্থাপনার নিমিত্ত একটি বোর্ড প্রতিষ্ঠাকল্পে আনীত বিল।
রেজিস্টার্ড নং ডি এ-১

বাংলাদেশ গেজেট
অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত
সোমবার, সেপ্টেম্বর ৪, ২০২৩
বাংলাদেশ জাতীয় সংসদ
ঢাকা, ২০ ভাদ্র, ১৪৩০ মোতাবেক ০৪ সেপ্টেম্বর, ২০২৩
নিম্নলিখিত বিলটি ২০ ভাদ্র, ১৪৩০ মোতাবেক ০৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে জাতীয় সংসদে উত্থাপিত হইয়াছে -
বা. জা. স. বিল নং ৩৪/২০২৩
সুষম খাদ্য হিসাবে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ,
বাজারজাতকরণসহ এবং এতৎসংশ্লিষ্ট বিষয়াবলির সুষ্ঠু ব্যবস্থাপনার নিমিত্ত
একটি বোর্ড প্রতিষ্ঠাকল্পে আনীত বিল
যেহেতু সুষম খাদ্য হিসাবে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ, বাজারজাতকরণ এবং এতৎসংশ্লিষ্ট বিষয়াবলির সুষ্ঠু ব্যবস্থাপনার নিমিত্ত একটি বোর্ড প্রতিষ্ঠাসহ আনুষঙ্গিক বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:—
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন। – (১) এই আইন বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩ নামে অভিহিত হইবে।
(২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে ইহা কার্যকর হইবে।
(১১৪০৯ ) মূল্য : টাকা ১২-০০












PDF Download

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.