নতুন প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্রণালয়ের প্রজ্ঞাপন। (১২/০৯/২০২৩)
Views
নতুন প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্রণালয়ের প্রজ্ঞাপন। (১২/০৯/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
আইন ও বিচার বিভাগ
www.lawjusticediv.gov.bd
তারিখ :২৮ ভাদ্র ১৪৩০
১২ সেপ্টেম্বর ২০23
নম্বর: 1০,০০,০০00.128.11.001.23.385
প্রজ্ঞাপন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের বিচারক বিচারপতি জনাব ওবায়দুল হাসান-কে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করিয়াছেন।
০২। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হইতে কার্যকর হইবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে,
স্বাক্ষরিত
(মোঃ গোলাম সারওয়ার)
সচিব
তারিখ:
২৮ ভাদ্র ১৪৩০ ১২ সেপ্টেম্বর ২০২৩
নম্বর: 1০.০০.০০০০.128.11.001.23.385 /1(17)
সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে প্রেরণ করা হইল (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নহে) : ১. মাননীয় বিচারপতি জনাব ওবায়দুল হাসান, আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, ঢাকা ।
২. মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। ৩. প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা।
৪. সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৫. সচিব, জন বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়, বঙ্গভবন, ঢাকা।
৬. সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৭. রেজিস্ট্রার জেনারেল, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, ঢাকা। ৮. প্রধান তথ্য কর্মকর্তা, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ।
৯. প্রধান বিচারপতির একান্ত সচিব, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, ঢাকা ১০. মন্ত্রীর একান্ত সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
১১. সচিব-এর একান্ত সচিব, আইন ও বিচার বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। ১২. উপপরিচালক, বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস, তেজগাঁও, ঢাকা (প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায়
ছাপাইয়া ৫০ (পঞ্চাশ) কপি জরুরিভিত্তিতে এই বিভাগে সরবরাহের জন্য অনুরোধ করা হইল)। ১৩. জনসংযোগ কর্মকর্তা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
১৪. চীফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, কক্ষ নং-৫২৯, হিসাব ভবন, সেগুনবাগিচা, ঢাকা
১৫. অ্যাটর্নি-জেনারেল এর একান্ত সচিব, অ্যাটর্নি জেনারেল এর কার্যালয়, ঢাকা।
১৬. সভাপতি, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা।
১৭. অফিস কপি।
(মোহাম্মদ ওসমান হায়দার)
উপসচিব (প্রশাসন-১)
No comments
Your opinion here...