ad

লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রায়পুর উপজেলার সহকারী শিক্ষকগণকে পদোন্নতিযোগ্য প্রধান শিক্ষকের শূন্য পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগ প্রদান সংক্রান্ত MOPME এর অফিস আদেশ। (০৩/০৮/২০২৩)

Views

 


লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রায়পুর উপজেলার সহকারী শিক্ষকগণকে পদোন্নতিযোগ্য প্রধান শিক্ষকের শূন্য পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগ প্রদান সংক্রান্ত MOPME এর অফিস আদেশ। (০৩/০৮/২০২৩)


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

 বিদ্যালয়-২ শাখা

www.mopme.gov.bd

নম্বর: 38,০০,০০০০,০০8.12.081.23-332

তারিখ: ১৯ শ্রাবণ ১৪৩০ 

০৩ আগস্ট ২০২৩

অফিস আদেশ

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় (পরামর্শকরণ) প্রবিধিমালা, ১৯৭৯ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯ এর ৫(১) অনুযায়ী বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ২৬.০৬.২০২৩ তারিখের ৪৩/১, ৪৪ ও ৪৫ সংখ্যক স্মারকপত্রসমূহের সুপারিশের পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রায়পুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিম্নবর্ণিত সহকারী শিক্ষকগণকে পদোন্নতিযোগ্য প্রধান শিক্ষকের শূন্য পদে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর গ্রেড-১১ এ টাকা ১২৫০০-৩০২৩০ বেতনক্রমে নিম্নোক্ত শর্তসাপেক্ষে পদোন্নতির মাধ্যমে নিয়োগ প্রদান করা হলোঃ 

শর্তসমূহ:
(ক) প্রধান শিক্ষক পদে যোগদানের তারিখ হতে ০১ (এক) বৎসর শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক হলে তাদেরকে স্থায়ীকরণ করা হবে। শিক্ষানবিশকালে তাদের আচরণ ও কর্ম সন্তোষজনক না হলে অথবা কর্মদক্ষতা অর্জনের সম্ভাবনা না থাকলে কর্তৃপক্ষ তাদেরকে পূর্বের পদে প্রত্যাবর্তন করাতে পারবেন।

(খ) পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকগণকে আগামী ০৮.০৮.২০২৩ তারিখ পূর্বাহ্নে জেলা প্রাথমিক শিক্ষা
অফিসার, লক্ষ্মীপুর এর নিকট যোগদান করতে হবে। 

(গ) উল্লিখিত তারিখে কেউ যোগদানে ব্যর্থ হলে তিনি পদোন্নতি গ্রহণে সম্মত নন বলে গণ্য হবেন এবং তার পদোন্নতির আদেশ বাতিল বলে গণ্য হবে। 

(৩) যোগদান পরবর্তী ২(দুই) কার্য দিবসের মধ্যে যোগদানকৃত শিক্ষকদের অনুকূলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, লক্ষ্মীপুর পদায়ন আদেশ জারী করবেন। এক্ষেত্রে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব/ভারপ্রাপ্ত হিসেবে নিয়োজিত পদোন্নতিপ্রাপ্ত শিক্ষককে কর্মরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদেই পদায়ন করতে হবে।

(৪) প্রধান শিক্ষক পদে যোগদান সংক্রান্ত তথ্যাদি সংশ্লিষ্ট শিক্ষকের চাকুরি বহি, ই-প্রাইমারি স্কুল সিস্টেম, সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনা সিস্টেম এবং ইন্টিগ্রেটেড বাজেটিং ও একাউন্টিং সিস্টেমে (iBAS) সন্নিবেশ করতে হবে।

(৫) বর্ণিত ০৩টি উপজেলার প্রধান শিক্ষকের চলতি দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষকগণকে চলতি দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হলো।

জনস্বার্থে এ আদেশ জারী করা হলো।


স্বাক্ষরিত

মোহাম্মদ কবির উদ্দীন
উপসচিব
ফোন: ৯৫৭৭২৫৫ 
ই-মেইল: mopmesch2@gmail.com

সম্পূর্ণ পিডিএফ ফাইল

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.