ad

সরকারি কর্মকর্তা-কর্মচারীগণকে বীমা সেবার আওতায় আনয়নের লক্ষ্যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি বীমা কোম্পানি গঠনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত MOPA এর নির্দেশনা। (০৬/০৮/২০২৩)

Views

 



সরকারি কর্মকর্তা-কর্মচারীগণকে বীমা সেবার আওতায় আনয়নের লক্ষ্যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি বীমা কোম্পানি গঠনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত MOPA এর নির্দেশনা। (০৬/০৮/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়

সচিবালয় শাখা 

www.mopa.gov.bd


স্মারক নম্বর: ০5.00.0000.122.02.018.23-231

তারিখ: ১৯ শ্রাবণ ১৪৩0

03 আগস্ট 2013


বিষয়:  সরকারি কর্মকর্তা-কর্মচারীগণকে বীমা সেবার আওতায় আনয়নের লক্ষ্যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি বীমা কোম্পানি গঠণের বিষয়ে মতামত প্রদান। 


সূত্র: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর স্মারক নম্বর: ০৫.৮১.০০00.007.99.010.2৩.১০৫; তারিখ: 11/04/20231


উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইন, ২০০৪ এর ধারা ৬ এর দফা (থ) এ "সময় সময় ও অবস্থার প্রেক্ষিতে যৌক্তিক, বাস্তবধর্মী ও অধিকতর কল্যাণমুখী নতুন নতুন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ" এবং ধারা-১৮ এ "বোর্ড বীমা কোম্পানী বা প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য জীবন বীমা করিতে পারিবে" মর্মে উল্লেখ রয়েছে।

২। আইনের উক্ত বিধান অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীগণকে বীমা সেবার আওতায় আনয়নের লক্ষ্যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীন একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের উদ্দেশ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ গত ১৫/০২/2023 তারিখে অনুষ্ঠিত ৩৫তম বোর্ড সভায় উপস্থাপন করা হয়। উক্ত সভায় স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের প্রয়োজনীয়তা/যৌক্তিকতা, জীবন বীমা কর্পোরেশন থেকে প্রাপ্ত প্রস্তাব, সুবিধা-অসুবিধা ইত্যাদি বিষয়ে বিস্তারিত পর্যালোচনাপূর্বক নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয় (৩৫তম বোর্ড সভার কার্যবিবরণীর সংশ্লিষ্ট অংশ; সম্পূর্ণ কার্যবিবরণীটি কল্যাণ বোর্ডের ওয়েবসাইটের বিবিধ ফোল্ডারে পাওয়া যাবে):

(ক) বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের প্রস্তাব নীতিগত অনুমোদন করা হয়;

(খ) বীমা কোম্পানি গঠনের লক্ষ্যে বীমা বিশেষজ্ঞ ব্যক্তি/প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগের অনুমোদন দেয়া হয়।

৩। উপরোক্ত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। উল্লেখ্য, প্রস্তাবিত স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের বিষয়টি কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য প্রযোজ্য বিধায় Rules of Business, 1996 (Revised up to April 2017)- এর Rule 10 অনুযায়ী সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগের তথা সকল স্টেকহোল্ডারদের মতামত প্রয়োজন।

৪। এমতাবস্থায়, সরকারি কর্মকর্তা-কর্মচারীগণকে বীমা সেবার আওতায় আনয়নের লক্ষ্যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীন একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের প্রস্তাবের বিষয়ে আগামী 27/08/2013 তারিখের মধ্যে সুস্পষ্ট মতামত ই-নথিতে পত্রজারির মাধ্যমে বা Nikosh Font এ হার্ডকপি ও সফট কপি adminsec@mopa.gov.bd -ইমেইল ঠিকানায় প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


স্বাক্ষরিত


মোসা. তাসলিমা আলী 

সিনিয়র সহকারী সচিব

ফোন: 9514889 

ইমেইল: adminsec@mopa.gov.bd



এ সংক্রান্ত সকল পিডিএফ ফাইল

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.