ad

বিভিন্ন ধরণের যানবাহনের মূল্য পুনর্নির্ধারণ সম্পর্কিত MOF এর নির্দেশনা। (৩১/০৭/২০২৩)

Views

 


বিভিন্ন ধরণের যানবাহনের মূল্য পুনর্নির্ধারণ সম্পর্কিত MOF এর নির্দেশনা। (৩১/০৭/২০২৩) 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

ব্যয় ব্যবস্থাপনা-৬ অধিশাখা

www.mof.gov.bd


তারিখ: ৩১ জুলাই ২০২৩ খ্রি.

নং-07.০০.০০০0.156.26.003.22-494

বিষয়: বিভিন্ন ধরনের যানবাহনের মূল্য পুনর্নির্ধারণ সম্পর্কিত।

উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে বিভিন্ন প্রতিষ্ঠান/কোম্পানির কার, জিপ, পিক-আপ (সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন) মাইক্রোবাস, মোটরসাইকেল, এ্যাম্বুলেন্স, কোস্টার / মিনিবাস (এসি), মিনিবাস (নন এসি) বাস (নন এসি) ও ট্রাক-এর বাজার দর বিবেচনা করে যানবাহনের মূল্য নিম্নোক্তভাবে পুনর্নির্ধারণ করা হলোঃ-

(১) কার=৪৫.০০ লক্ষ টাকা (অনূর্ধ্ব ১৬০০ সিসি) (রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ);

 (২) (ক) জীপ=১৪৫.০০ লক্ষ টাকা (অনূর্ধ্ব ২৭০০ সিসি) (ট্যাক্স ও ভ্যাটসহ);

(গ্রেড-১ এবং গ্রেড-২ পর্যায়ের কর্মকর্তাগণের জন্য) 

(খ) জীপ=৬৫.০০ লক্ষ টাকা (অনূর্ধ্ব ২০০০ সিসি) (রেজিস্ট্রেশন, ট্যাক্স ও ভ্যাটসহ);

(গ্রেড-৩ বা তদূনিম্ন পর্যায়ের কর্মকর্তাগণের জন্য)

(৩) পিক-আপ (সিংগেল কেবিন) = ৩৮.০০ লক্ষ টাকা (অনূর্ধ্ব ২৫০০ সিসি) (রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ);

 (8) পিক-আপ (ডাবল কেবিন)=৫৫.০০ লক্ষ টাকা (অনূর্ধ্ব ২৫০০ সিসি) (ভ্যাট ও ট্যাক্সসহ);

(৫) মোটরসাইকেল- ১.৪০ লক্ষ টাকা (অনূর্ধ্ব ১২৫ সিসি) (রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ); 

(৬) মাইক্রোবাস-৫২.০০ লক্ষ টাকা (অনূর্ধ্ব ২৭০০ সিসি) (রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ);

(৭) এ্যাম্বুলেন্স= ৫৪.০০ লক্ষ টাকা (অনূর্ধ্ব ২৭০০ সিসি) (রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ);

(৮) কোস্টার/মিনিবাস (এসি)= ৭৫.০০ লক্ষ টাকা (অনূর্ধ্ব ৪২০০ সিসি) (রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ); 

(৯) মিনিবাস (নন এসি)= ৩২.০০ লক্ষ টাকা (অনূর্ধ্ব ২৭৭১ সিসি) (রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ); 

(১০) বাস (বড়, নন এসি)= ৪৬ লক্ষ টাকা (অনূর্ধ্ব ৫৮৮৩ সিসি) (রেজিস্ট্রেশন ব্যতীত);

(১১) (ক) ট্রাক =৩৯.০০ লক্ষ টাকা (৫ টন) (রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ);

(খ) ট্রাক =৩১.৭৫ লক্ষ টাকা (৩ টন) (রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ)।


২। বর্ণিত প্রেক্ষাপটে, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তরসমূহের যানবাহন ক্রয়ে অনুমতি/বরাদ্দ প্রদানের ক্ষেত্রে উল্লিখিত মূল্য অনুসরণের জন্য অর্থ বিভাগের সকল শাখা/অধিশাখাসমূহকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


স্বাক্ষরিত


(মোহাম্মদ শওকত উল্লাহ)

উপসচিব

ফোনঃ 02-223389951

ই-মেইল: showkatu@finance.gov.bd




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.