সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগ-দপ্তর-সংস্থার কার্যক্রম পর্যালোচনার জন্য অনুষ্ঠিত ২০২৩ খ্রিষ্টাব্দের ২য় আন্ত:মন্ত্রণালয় সভার কার্যবিবরণী সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (১০/০৮/২০২৩)
Views
সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগ-দপ্তর-সংস্থার কার্যক্রম পর্যালোচনার জন্য অনুষ্ঠিত ২০২৩ খ্রিষ্টাব্দের ২য় আন্ত:মন্ত্রণালয় সভার কার্যবিবরণী সংক্রান্ত DSHE এর নির্দেশনা।
সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগ-দপ্তর-সংস্থার কার্যক্রম পর্যালোচনার জন্য অনুষ্ঠিত ২০২৩ খ্রিষ্টাব্দের ২য় আন্ত:মন্ত্রণালয় সভার কার্যবিবরণী সংক্রান্ত DSHE এর নির্দেশনা।
(১০/০৮/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
www.dshe.gov.bd
স্মারক নং: 38.02.০০০০.101.99,15,23- 13796/10
তারিখ: ০৯/০৮/২০২৩
বিষয়: সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থার কার্যক্রম পর্যালোচনার জন্য অনুষ্ঠিত ২০২৩ খ্রিষ্টাব্দের ২য় আন্ত: মন্ত্রণালয় সভার কার্যবিবরণী।
সূত্র: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়-এর স্মারক নং-37.00.0000.065.16.038.16.193; তারিখ: 02/08/2023 খ্রি.
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানান যাচ্ছে যে, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাপতিত্বে সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/সংস্থার কার্যক্রম পর্যালোচনার জন্য অনুষ্ঠিত 2023 খ্রিষ্টাব্দের ২য় আন্ত: মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়:
“সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে কমিটি গঠন করে প্রচারণা চালাতে হবে।”
এমতাবস্থায়, উপরোক্ত সিদ্ধান্ত তাঁর দপ্তরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
(বিপুল চন্দ্র বিশ্বাস)
উপ-পরিচালক (সাধারণ প্রশাসন)
ফোন: ০২-৪১০৫২১৭৩
dd-admin@dshe.gov.bd
No comments
Your opinion here...