হাওড়-দ্বীপ-চর হিসেবে ঘোষিত ১৬টি উপজেলায় কর্মরত সরকারি কর্মচারীগণকে মাসিক নির্ধারিত হারে হাওড়-দ্বীপ-চর ভাতা প্রদান প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (১০/০৮/২০২৩)
হাওড়-দ্বীপ-চর হিসেবে ঘোষিত ১৬টি উপজেলায় কর্মরত সরকারি কর্মচারীগণকে মাসিক নির্ধারিত হারে হাওড়-দ্বীপ-চর ভাতা প্রদান প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (১০/০৮/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
www.dshe.gov.bd
স্মারক নং-৩৭.০২.০০০০,১১৪,২০,২৩০, ২১, ৭৩০১
তারিখ: 70 /০৮/২০২৩ খ্রি.
বিষয়: হাওড়/দ্বীপ/চর হিসেবে ঘোষিত ১৬টি উপজেলায় কর্মরত সরকারি কর্মচারীগণকে মাসিক নির্ধারিত হারে হাওড়/দ্বীপ/চর ভাতা প্রদান প্রসঙ্গে।
সূত্র : (১) অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের ০৫/০৫/২০১৯ তারিখের 07.00.0000.173.41,027,15.48 নং পত্র; এবং
(২) অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের 26/01/2022 তারিখের ০7.00.0000.173.41.027.15.11 নং পত্র।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মন্ত্রিপরিষদ বিভাগের ১৮/০২/২০১৯ তারিখের 04.00,0000,512,35,011.17.76 নং প্রজ্ঞাপন মোতাবেক হাওড়/দ্বীপ/চর হিসেবে ঘোষিত ১৬টি উপজেলায় কর্মরত সরকারি কর্মচারীগণকে মাসিক নির্ধারিত হারে হাওড়/দ্বীপ/চর ভাতা প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক ০৫/০৫/২০১৯ তারিখে 07,00,0000.173,41,027,15,48 নং প্রজ্ঞাপন জারী করে। সে অনুযায়ী বর্ণিত উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মচারী মাসিক নির্ধারিত হারে হাওড়/দ্বীপ/চর ভাতা গ্রহণ করছে। পরবর্তীতে মন্ত্রিপরিষদের একই তারিখ ও স্মারকের প্রজ্ঞাপন অনুযায়ী উল্লিখিত ১৬টি উপজেলায় কর্মরত স্ব-শাসিত (Public Bodies) এবং রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মচারীগণকে মাসিক নির্ধারিত হারে হাওড়/দ্বীপ/চর ভাতা প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক ২৬/০১/২০২২ তারিখে 07,০০,০০০০. 173.41.027.15.11 নং স্মারকে নতুন ১টি প্রজ্ঞাপন জারী করে এবং প্রজ্ঞাপনের ০২ নং প্যারায় হাওড়/দ্বীপ/চর হিসেবে ঘোষিত উপজেলাসমূহের স্থায়ী বাসিন্দাগণ নিজ উপজেলায় কর্মরত থাকাকালীন উক্ত ভাতা প্রাপ্য হবেন না মর্মে উল্লেখ করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের উল্লিখিত প্রজ্ঞাপনের আলোকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় হাওড়/দ্বীপ/চর হিসেবে ঘোষিত উপজেলাসমূহে কর্মরত সকল সরকারি কর্মচারীগণ (উপজেলার স্থায়ী বাসিন্দাসহ) সরকার নির্ধারিত হারে হাওড়/দ্বীপ/চর ভাতা প্রাপ্য হবেন কিনা সে বিষয়ে হিসাব মহানিয়ন্ত্রকের মতামত গ্রহণপূর্বক অত্র অধিদপ্তরকে অবহিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
(অধ্যাপক নেহাল আহমেদ)
মহাপরিচালক
ফোন: ০২-২২৩৩৫১০৫৭
No comments
Your opinion here...