জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ এর বাস্তবায়ন সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (০৩/০৮/২০২৩)
জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ এর বাস্তবায়ন সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (০৩/০৮/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
www.dshe.gov.bd
তারিখ: ০৩.০৮.২০২৩ খ্রি.
স্মারক নং- 37,02,0000.107,31,150,2023. 1710
বিষয়: জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ এর বাস্তবায়ন সংক্রান্ত।
সূত্র: শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং- 37.00.0000.072.44.002.21.156; তারিখ: ৩১ জুলাই, ২০২৩
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্র মোতাবেক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল বিদ্যালয়ে জাতীয় সংগীতের পর নৈতিকতা শিক্ষার কার্যক্রম পরিচালনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের ২৮ ডিসেম্বর, ২০১১ তারিখের 37,00,0000,071,071.04.003.17.794 নং স্মারকের আলোকে মাউশি অধিদপ্তর হতে ০৫/০১/২০২২ তারিখের 37.02.0000,101,18.002, 2021-800/12 নং স্মারকে নির্দেশিত শিক্ষার্থীদের নিম্নোক্ত শপথবাক্য পাঠ অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা।
আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহিদদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব।
মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন।”
২। এছাড়াও সকল বিদ্যালয়ে বয়স্কাউট ও গার্লসগাইড কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
(এস এম জিয়াউল হায়দার হেনরী)
সহকারী পরিচালক (মাধ্যমিক-২)
addshesecondary2@gmail.com
No comments
Your opinion here...