সরকারি কলেজ সমুহের জন্য বিসিএস(সাধারণ শিক্ষা) ক্যাডারের পদ সৃজনের পূর্ণাঙ্গ প্রস্তাব প্রেরণ প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (২৭/০৮/২০২৩)
সরকারি কলেজ সমুহের জন্য বিসিএস(সাধারণ শিক্ষা) ক্যাডারের পদ সৃজনের পূর্ণাঙ্গ প্রস্তাব প্রেরণ প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (২৭/০৮/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
www.dshe.gov.bd
স্মারক নং-37.02.0000.109.99.154.23-309(এ)
তারিখ: 27/08/2023 খ্রি.
বিষয়: সরকারি কলেজসমূহের জন্য বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের পদ সৃজনের পূর্ণাঙ্গ প্রস্তাব প্রেরণ প্রসঙ্গে।
সূত্র: (০১) জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং-05.00.0000.155.105.09.18-631; তারিখ: 16/08/2022 খ্রি.
(০২) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক নং-37.০০.০000.085.15.123 (4) 21-480; তারিখ: 19/03/2023 খ্রি.
(০৩) স্মারক নং-37.02.0000.109.99.154.23-309 তারিখ: 22/08/2023 খ্রি.
উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে আপনার কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের পদ সৃজনের লক্ষ্যে সূত্রোক্ত ০৩নং স্মারকে নির্ধারিত সমন্বয়কের সহযোগিতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদার আলোকে প্রমিত নমুনা ছক অনুসরণপূর্বক পদ সৃজনের পূর্ণাঙ্গ প্রস্তাব 10/09/2023 খ্রি. তারিখের মধ্যে ০৩ (তিন) সেট হার্ডকপি বাধাঁই করে সংশ্লিষ্ট সমন্বয়কারীর নিকট এবং সফটকপি NikoshBAN ফন্টে এম এস ওয়ার্ড ফরমেটে প্রস্তুত করে dshepostcreation@gmail.com মেইলে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিষয়টি অতীব জরুরি।
স্বাক্ষরিত
(প্রফেসর সৈয়দ মইনুল হাসান)
উপপরিচালক (বিশেষ)
No comments
Your opinion here...