ad

গত ২০২২-২৩ অর্থবছরে উপবৃত্তি না পাওয়া বিষয়ক তথ্য প্রেরণ প্রসঙ্গে DPE এর নির্দেশনা। ০৩/০৮/২০২৩

Views

 
গত ২০২২-২৩ অর্থবছরে উপবৃত্তি না পাওয়া বিষয়ক তথ্য প্রেরণ প্রসঙ্গে DPE এর নির্দেশনা। ০৩/০৮/২০২৩

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd

স্মারক : ৩৮.০১.০০০০.১৯৩.১৪.0১১ (৩), ২০২৩- ১৯৮০
তারিখ: ১৯ শ্রাবণ ১৪৩०
০৩ আগস্ট 2023
বিষয়: গত ২০২২-২৩ অর্থবছরে উপবৃত্তির অর্থ না পাওয়া বিষয়ক তথ্য প্রেরণ সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত 2021-22 অর্থবছর থেকে পরিচালন বাজেটের আওতায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের BACS & iBAS++ স্কিম কর্তৃক প্রস্তুতকৃত PESP MIS Software-এর মাধ্যমে সুবিধাভোগী শিক্ষার্থীর মা/অভিভাবকদের মোবাইল একাউন্টে উপবৃত্তির অর্থ বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সুবিধাভোগী শিক্ষার্থীর মা/অভিভাবকদের মোবাইল একাউন্টে সফলভাবে উক্ত উপবৃত্তির অর্থ (EFT) বিতরণ হয়েছে কিংবা বিতরণ হয়নি মর্মে পে-রোল রিপোর্ট (Disbursement Report) অপশন উক্ত সফটওয়্যারে যুক্ত করা হয়েছে। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকল প্রধান শিক্ষক তাঁর বিদ্যালয়ের প্রাপ্য সুবিধাভোগী (এইউইও/এটিইও এবং ইউইও/টিইও কর্তৃক অনুমোদিত চাহিদাভুক্ত) সকল শিক্ষার্থী-অভিভাবকগণ উপবৃত্তির অর্থ পেয়েছে কিনা, তা আবশ্যিকভাবে প্রত্যেক কিস্তিভিত্তিক টাকা বিতরণ পরবর্তী ০৭ কর্মদিবসের মধ্যে পে-রোল রিপোর্ট (Disbursement Report)-এর মাধ্যমে যাচাই করবেন এবং একইসাথে উক্ত রিপোর্ট স্বাক্ষরপূর্বক সীলমোহর যুক্ত করে ০১ কপি বিদ্যালয়ে এবং ০১ কপি উপজেলা/থানা শিক্ষা অফিসে সংরক্ষণ করবেন। গত ২০২২-২৩ অর্থবছরের জুলাই-ডিসেম্বর/২০২২ সময়ের উপবৃত্তির অর্থ যদি কোন সুবিধাভোগী শিক্ষার্থী- অভিভাবক (যাঁদের চাহিদা এইউইও/এটিইও এবং ইউইও/টিইও কর্তৃক অনুমোদিত) না পেয়ে থাকেন, তাহলে তাঁদের বিস্তারিত তথ্য (বিদ্যালয়ের EMIS Code ও নাম, ক্লাস্টার, উপজেলা, জেলা এবং শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর, নাম, শ্রেণি, রোল, অভিভাবকের নাম ও এনআইডি নম্বর, মোবাইল একাউন্ট নম্বর) জরুরী ভিত্তিতে (আগামী ১০/০৮/2023 খ্রি. তারিখের মধ্যে) সংযুক্ত MS Word File -2 প্রেরণের জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য- উক্ত তথ্যের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীর অনুমোদিত চাহিদা সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন PESP MIS Software থেকে ডাউনলোড করে সংযুক্তি আকারে প্রেরণ করতে হবে।
বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ।
সংযুক্তি: প্রেরিতব্য MS Word File (সফট কপি) এর নমুনা কপি।
স্বাক্ষরিত

রিচালক (যুগ্ম সচিব)
উপবৃত্তি (অতিরিক্ত দায়িত্ব) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর dirpesd.dpe@gmail.comNo comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.