সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃ মন্ত্রণালয় সভার নির্দেশনার প্রেক্ষিতে কার্যক্রম গ্রহণ সংক্রান্ত DPE এর নির্দেশনা। ১৬/০৮/২০২৩
সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃ মন্ত্রণালয় সভার নির্দেশনার প্রেক্ষিতে কার্যক্রম গ্রহণ সংক্রান্ত DPE এর নির্দেশনা। ১৬/০৮/২০২৩
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬।
www.dpe.gov.bd
তারিখ: ০১ ভাদ্র ১৪৩০
১৬ আগস্ট ২০২৩
স্মারক নম্বর-৩৮.০১.০০০০.১০৭.১৮.০০৩.২২-১৩৫৭
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২৭ জুলাই ২০২৩ তারিখের ৩৮,০০,০০০০.০০৮.৯৯.০০৩.২১-৩২৩ নম্বর স্মারকে সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার নির্দেশনার মর্মমোতাবেক প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।
সংযুক্তিঃ বর্ণনা মোতাবেক।
স্বাক্ষরিত
মোহাম্মদ নজরুল ইসলাম
সহকারী পরিচালক (সা.)
ফোনঃ ৫৫০৭৪৯১৭
ই-মেইলঃ adgeneraldpe@gmail.com.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-২ শাখা
www.mopme.gov.bd
স্মারক নম্বর: ৩৮.000000০০৮, ৯৯.০০৩.২১-৩২৩
তারিখ: ১২ শ্রাবণ ১৪৩০
২৭ জুলাই ২০২৩
বিষয়: সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয় সভার নির্দেশনার প্রেক্ষিতে কার্যক্রম গ্রহণ।
সুত্রঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্মারক নং-৪৬.০০.০০০০.১০৭.0৫.০০৮.২৩-২৭৫(১/১০০), তারিখ: ২৬/০৬/২0২৩খ্রি:
উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়/ বিভাগ, দপ্তর/ সংস্থার কার্যক্রম পর্যালোচনার জন্য গত ১৯ জুলাই ২০২৩ তারিখ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে ৩য় আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সারাদেশে মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এবং বার বার নির্দেশনা প্রদান সত্ত্বেও বিভিন্ন সরকারি/বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় ব্যাপকভাবে এডিস মশার লার্ভা পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোরভাবে মনিটরিং করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
০২। এমতাবস্থায়, এডিস মশার বিস্তার রোধ ও ডেঙ্গু রোগ প্রতিরোধের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৬/০৭/২০২৩ তারিখের ৩৮.০১.0000,১০৭,৩৭,0২৩.২৩-১১৭৭ নম্বর স্মারকের নির্দেশনা (সংযুক্তি-১) যথাযথভাবে অনুসরণে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করা হলো। একইসাথে কোন অফিস কিংবা বিদ্যালয়ে ভ্রাম্যমান আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত কোন অভিযানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা উক্ত অফিসের অফিস প্রধান কিংবা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে অবহেলা হিসেবে গণ্য করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সংশ্লিষ্টদের জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
০৩। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ব্যতীত এ মন্ত্রণালয়ের অধীন অন্যান্য দপ্তর ও সংস্থাকে একইধরনের নির্দেশনা জারীপূর্বক প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো
সংযুক্তি: বর্ণনা মোতাবেক।
স্বাক্ষরিত
মোহাম্মদ কবির উদ্দীন উপসচিব
ফোন: 02223357255
ইমেইল: sassch2@mopme.gov.bd
![]() |
No comments
Your opinion here...