ad

সংসদ বাংলাদেশ টেলিভিশন’ এর মাধ্যমে দূরশিক্ষণ পদ্ধতিতে (Distance Mode) প্রাথমিক শিক্ষা পাঠ নতুন আঙ্গিকে “ঘরে বসে শিখি” এর কনটেন্ট সম্প্রচার প্রসঙ্গে DPE এর নির্দেশনা। (২৪/০৮/২০২৩)

Views

 


সংসদ বাংলাদেশ টেলিভিশন’ এর মাধ্যমে দূরশিক্ষণ পদ্ধতিতে (Distance Mode) প্রাথমিক শিক্ষা পাঠ নতুন আঙ্গিকে “ঘরে বসে শিখি” এর কনটেন্ট সম্প্রচার প্রসঙ্গে DPE এর নির্দেশনা। (২৪/০৮/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ কোডিত ১৯ স্কুল সেক্টর রেসপন্স (সিএসএসআর) প্রকল্প

প্রকল্প পরিচালকের কার্যালয় 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 

মিরপুর-১, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

তারিখ: ৩৯ ভাদ্র, ১৪৩০ 

২৪ আগস্ট, ২০২৩

স্মারক নং 38.01.0000.700.14.99.84.22-741

বিষয়: ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন' এর মাধ্যমে দূরশিক্ষণ পদ্ধতিতে (Distance Mode) প্রাথমিক শিক্ষা পাঠ নতুন আঙ্গিকে “ঘরে বসে শিখি” এর কনটেন্ট সম্প্রচার প্রসঙ্গে।

উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, কোভিড ১৯ পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার ধারাবাহিকতা রক্ষায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সংসদ বাংলাদেশ টেলিভিশন' এর সহযোগিতায় দূরশিক্ষণ (Distance: Mode) পদ্ধতিতে প্রাথমিক শিক্ষার পাঠ ‘ঘরে বসে শিখি' সংম্প্রচার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কোড়ি-১৯ স্কুল সেক্টর রেসপন্স (সিএসএসআর) প্রকল্প এর অধীনে উন্নয়নকৃত কনটেন্ট নতুন আঙ্গিকে ঘরে বসে শিখি" বিগত 2025 থেকে সম্প্রচার শুরু হয়েছে। ২. এমতাবস্থায় সংযুক্ত রডকাষ্ট প্ল্যান অনুযায়ী আগামী ২৭ আগস্ট ২০২৩ হতে ২ সেপ্টেম্বর ২০২৩  তারিখ পর্যন্ত প্রাথমিক শিক্ষা পাঠ নতুন আঙ্গিকে গিরে বসে শিখি এর কনটেন্ট সম্প্রচারের অনুরোধ করা হলো।

সংযুক্তি: ব্রডকার প্ল্যান ২ পাতা।

স্বাক্ষরিত

 মোঃ শুরুল আমিন চৌধুরী 

প্রাক্তন প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব)

ই-মেইল: pdcssrdpe@gmail.com







পিডিএফ ডাউনলোড




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.