ad

SLIP ফান্ড বরাদ্দের লক্ষ্যে বিদ্যালয়ের তথ্য প্রদান সংক্রান্ত DPE এর নির্দেশনা।(০৩/০৭/২০২৩)

Views

 


SLIP ফান্ড বরাদ্দের লক্ষ্যে বিদ্যালয়ের তথ্য প্রদান সংক্রান্ত DPE এর নির্দেশনা।(০৩/০৭/২০২৩)

SLIP ফান্ড বরাদ্দের লক্ষ্যে আগামী ২০ জুলাই, ২০২৩ তারিখের মধ্যে বিদ্যালয়ের তথ্য প্রদান প্রসঙ্গে চিঠি (০৩/০৭/২৩)।  

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

মিরপুর ০২, ঢাকা ১২১৬

www.dpe.gov.bd


স্মারক নং: 38.01.0000.700.99.003.18-266


বিষয়: SLIP ফান্ড বরাদ্দের লক্ষ্যে বিদ্যালয়ের তথ্য প্রদান।



তারিখ: ১৯ আষাঢ় ১৪৩০ 

০৩ জুলাই 2023

উপর্যুক্ত বিষয়ে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ৪) এর আওতায় 2023-24 অর্থবছরে School Level Improvement Plan (SLIP) কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তথ্য নিম্নোক্ত ছকে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবরে হার্ডকপি ও ই-মেইলে সফটকপি (niranjanroy69@gmail.com) আগামী 20 জুলাই 2023 তারিখের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ বিষয়ে ছাত্র/ছাত্রীর সংখ্যা কিংবা অন্য কোন ভুল তথ্য প্রদানের ফলে জটিলতা সৃষ্টি হলে ভুল তথ্য প্রদানকারী কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। উল্লেখ্য, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের তথ্য সংশ্লিষ্ট উপজেলার সাথে যুক্ত করে প্রদান করতে হবে।


বিষয়টি অতীব জরুরি।




বি:দ্র: বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা PEMIS বা APSC তে প্রদানকৃত তথ্যের সাথে গরমিল থাকলে তার কারণ ব্যাখ্যা প্রদান করতে হবে। উক্ত ছকে স্লিপ ফান্ড প্রাপ্যতাবিহীন বিদ্যালয়ের তথ্য প্রদান করা যাবে না।


স্বাক্ষরিত


(ড. মোঃ নূরুল আমিন চৌধুরী) 

উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন-১)

ফোন: 55075032



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.