ad

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাদককে না বলা কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত SHED এর নির্দেশনা। (০৯/০৭/২০২৩)

Views

 


দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাদককে না বলা কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত SHED এর নির্দেশনা। (০৯/০৭/২০২৩) 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

শিক্ষা মন্ত্রণালয়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

বেসরকারি মাধ্যমিক-১ শাখা বাংলাদেশ সচিবালয়, ঢাকা। 

www.shed.gov.bd


স্মারক নং-38.০০.0000.072.44.023.16.143


বিষয়: দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ‘মাদককে না বলা' কর্মসূচি বাস্তবায়ন।


তারিখ: ২৫ আষাঢ় ১৪৩० 

০৯ জুলাই ২০২৩


সূত্র: (১) সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্মারক নং: 58.00.0000.062.010.007.15.47, তারিখ: ২৬ জুন, ২০২৩


উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ৩০.০৭.২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় দেশের ৪টি বিভাগীয় শহরের ০৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সাথে মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনলাইনে যুক্ত হয়ে ‘মাদককে না বলা' কর্মসূচি বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ০৪ (চার) টি শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে প্রেরণ এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

০২। এমতাবস্থায়, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ‘মাদককে না বলা' কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশের ০৪টি বিভাগীয় শহরের ০৪ (চার) টি শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করে জরুরীভিত্তিতে নামের তালিকা প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


সংযুক্তি: বর্ণনা মোতাবেক


স্বাক্ষরিত


 (মোঃ মিজানুর রহমান)

উপসচিব


ফোন: 9545032 

nongovt.secondary.sec1@shed.gov.bd





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.