ad

পিইডিপি-৪ এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লকের বড় ধরনের মেরামতের নিমিত্ত তালিকা প্রেরণ সংক্রান্ত MOPME এর নির্দেশনা।(০৭/০৭/২০২৩)

Views

 


পিইডিপি-৪ এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লকের বড় ধরনের মেরামতের নিমিত্ত তালিকা প্রেরণ সংক্রান্ত MOPME এর নির্দেশনা।(০৭/০৭/২০২৩)


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd
স্মারক নম্বর: 38.01.0000.700.14.012.22.232 তারিখ: ২৩ আষাঢ়, ১৪৩০

০৭ জুলাই ২০২৩

বিষয়: চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি এর আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশরকের বড় ধরনের মেরামতের নিমিত্ত তালিকা প্রেরণ। উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরের অনুমোদিত Annual Operational Plan (AOP) ১১৫ নং ক্রমিকে Major Repair (WASH Block) by DPHE নামক একটি কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। উল্লিখিত Major Repair (WASH Block) কার্যক্রম বাস্তবায়নের জন্য DPHE এর সহায়তায় প্রাক্কলন প্রস্তুতপূর্বক চাহিদাভিত্তিক প্রাক্কলন (প্রতিটি ওয়াশব্লকের জন্য সর্বনিম্ন ২৫০০০ টাকা, সর্বোচ্চ ১.০০ লক্ষ টাকা) প্রস্তুতপূর্বক নিম্নোক্ত শর্তাবলী অনুসরণ করে সংযুক্ত ছক মোতাবেক তথ্য আগামী ৩১ জুলাই ২০২৩ তারিখের মধ্যে অধিদপ্তরে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। শর্তাবলী: ক. পিইডিপি৪ এর আওতায় ইতোমধ্যে যে সকল বিদ্যালয়ে ওয়াশব্লকের বড় ধরনের মেরামত করা হয়েছে সে সকল বিদ্যালয়ের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না। খ. যেসব বিদ্যালয়ের ওয়াশব্লকের অবস্থা জরাজীর্ণ অথবা ব্যবহার অনুপযোগী এবং ছাত্রছাত্রীর সংখ্যা বেশী সেসব বিদ্যালয়কে অগ্রাধিকার দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম নির্বাচন করতে হবে।

গ. উপজেলা শিক্ষা অফিসারগণ সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আগামী ২৬ জুলাই ২০২৩ তারিখের মধ্যে তালিকা প্রেরণ করবেন। ২। এমতাবস্থায়, তার আওতাধীন সকল উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লকের চাহিদাভিত্তিক বড় ধরনের মেরামতের লক্ষ্যে বিদ্যালয়ের তালিকা একত্রীকরণ করে সংযুক্ত ছক মোতাবেক Excel worksheet-এ (Unicode-এ টাইপ করতঃ ) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবর হার্ডকপি এবং সফ্টকপি ই-মেইলে (adplandpe@gmail.com, mahfuzadpe@gmail.com ঠিকানায় আগামী জুলাই ৩১ ২০২৩ তারিখের মধ্যে প্রেরণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

বর্ণনানুগ ০১ (এক) পাতা ছক, । স্বাক্ষরিত মোহাম্মদ মিজানুর রহমান

পরিচালক

ফোন: ০2-55074938



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.