মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি-শাখার শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (২৩/০৭/২০২৩)
মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি-শাখার শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (২৩/০৭/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা
www.dshe.gov.bd
স্মারক নং- 37.০2,0000,107,31,150,2023. 1603
তারিখ: 23.07.2023 খ্রি.
বিষয়: মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি/শাখার শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক স্তরের কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে একই শ্রেণির একাধিক শাখার শিক্ষার্থীদের একই সাথে এক কক্ষে এনে শ্রেণি পাঠদান করানো হচ্ছে মর্মে শোনা যাচ্ছে। এতে স্বাভাবিক শ্রেণি পাঠদান বিঘ্নিত হচ্ছে।
এমতাবস্থায়, নতুন কারিকুলাম যথাযথ বাস্তবায়নের নিমিত্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক শাখার শিক্ষার্থীদের স্ব স্ব শ্রেণি কক্ষে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিষয়টি অতীব জরুরী।
স্বাক্ষরিত
(এস এম জিয়াউল হায়দার হেনরী)
সহকারী পরিচালক (মাধ্যমিক-২)
৪১০৫০১১৮
addshesecondary 2@gmail.com



No comments
Your opinion here...