ad

এডিস মশার বিস্তার ও ডেঙ্গু রোগ প্রতিরোধে করণীয় প্রসঙ্গে DPE এর নির্দেশনা। (১৬/০৭/২৩)।

Views

 


এডিস মশার বিস্তার ও ডেঙ্গু রোগ প্রতিরোধে করণীয় প্রসঙ্গে DPE এর নির্দেশনা। (১৬/০৭/২৩)।



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
তারিখ: ০১ শ্রাবণ, ১৪৩০

১৬ জুলাই, ২০২৩

স্মারক নম্বর-৩৮.০১.০০০০.১০৭.৩৭.০২৩.২৩- ১১৭৭ বিষয়: এডিস মশার বিস্তার ও ডেঙ্গু রোগ প্রতিরোধে করণীয়। উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে অধিদপ্তরাধীন সংশ্লিষ্ট সকল অফিসের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের অবহিত করা যাচ্ছে যে, দেশে এডিস মশার বিস্তার ও এর মাধ্যমে ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এ পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন, সতর্ক হওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার: (ক) অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও এর আশেপাশে যেসব জায়গায় স্বচ্ছ পানি জমার সম্ভাবনা থাকে (যেমন-প্রতিষ্ঠানের ছাদ, নির্মাণাধীন ভবন, ফুলের টব, বাগান, নালা, পানির ট্যাপের আশেপাশের এলাকা, পানির পাম্প, ফ্রিজ বা এসির পানি জমার স্থান, পানির বদনা, বালতি, হাইকমোড, আইসক্রিম বক্স, প্লাষ্টিক বক্স, ডাবের খোসা, নারিকেলের মালা, টায়ার ইত্যাদি) সে সব জায়গা চিহ্নিত করে ০১ (এক) দিন পরপর পরিস্কার করতে হবে । (খ) অব্যবহৃত পানির পাত্র ধ্বংস অথবা উল্টে রাখতে হবে যাতে পানি না জমে। (গ) অব্যবহৃত হাই-কমোডে হারপিক ঢেলে ঢাকনা বন্ধ করে রাখতে হবে; লো-কমোডের প্যানে হারপিক ঢেলে বা অন্য কিছু দিয়ে মুখ বন্ধ করে রাখতে হবে। (ঘ) কোন জায়গায় জমা পানি থাকলে লার্ভিসাইড স্প্রে করতে হবে অথবা জমা পানি নিস্কাশন করতে হবে।

ঙ) দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করতে হবে। (চ) ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে সিটি কর্পোরেশন/পৌরসভার সাথে সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

ছ) ডেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ থাকতে হবে । (জ) শিক্ষার্থীদের প্রত্যহ ডেঙ্গু প্রতিরোধের উপায়সমূহ অবহিত করতে হবে।

(ঝ) উপরের সকল বিষয়সমূহ বাস্তবায়নে আপনার ব্যক্তিগত উদ্যেগ রাখতে হবে। ২। এমতাবস্থায়, প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকল অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান ডেঙ্গু রোগ প্রতিরোধে উল্লিখিত নির্দেশনাসমূহ প্রতিপালনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বিষয়টি অতীব জরুরী।


স্বাক্ষরিত

সৈয়দ মামুনুল আলম

অতিরিক্ত মহাপরিচালক অতিরিক্ত সচিব

ফোনঃ ০২-৫৫০৭৪৯৬৮ ই-মেইল: adgdpe@gmail.com



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.